Aadhaar কার্ডে বাড়ির ঠিকানা পরিবর্তনের সহজ পদ্ধতি আনলো UIDAI

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আধার বর্তমানে ভারতীয় নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। আধার ছাড়া সরকারি নানান প্রকল্পের সুবিধা মেলা সম্ভব হচ্ছে না। যদিও সুপ্রিম কোর্টের রায় অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে আধারের ব্যবহার শিথিল হয়েছে। তবে এই অত্যাবশ্যকীয় কার্ডের ক্ষেত্রে ভারতের অজস্র নাগরিকদের কোনো না কোনো ত্রুটি রয়ে গেছে। কারোর নামের বানানে ভুল, কারোর জন্ম তারিখে ভুল, কারোর আবার ঠিকানায়। আর এগুলি সংশোধন করে নিখুঁত তথ্য পরিবেশন বাঞ্ছনীয়। তবে আধারের কোন ত্রুটি সংশোধন করতে হলে যেতে হয় আধার এনরোলমেন্ট সেন্টার অথবা ইউআইডিএআই অনুমোদিত ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে। কিন্তু সেখানেও বিশাল লাইন। যে কারণে ইউআইডিএআই-এর তরফ থেকে জানানো হয়েছে এবার বাড়িতে বসেই খুব সহজেই আধারে বাড়ির ঠিকানা পরিবর্তন অথবা সংশোধন করা যাবে।

Advertisements

Advertisements

Advertisements

ইউআইডিএআই জানিয়েছে, ঠিকানা পরিবর্তনের জন্য যে প্রমাণপত্র দিতে হয় তা এবার মোবাইল ফোনে ছবি তুলে আপলোড করলেই হবে। আর এই সহজ পদ্ধতিকে আরও সহজ করে তোলার জন্য তাদের তরফ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যা দেখে গ্রাহকরা অতি সহজেই নিজেদের আধারের ঠিকানা সম্পর্কিত ভুল অথবা পরিবর্তন করতে হয় তা করতে পারবেন।

আধারের ঠিকানা সংশোধন অথবা পরিবর্তন করার পদ্ধতি

আধারে থাকা ঠিকানা সংশোধন অথবা পরিবর্তন করার জন্য গ্রাহককে প্রথমে যেতে হবে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/-এ। সেখানে হোম পেজেই থাকা ‘Update Aadhaar’ অপশনে খেয়াল করুন। সেখানে দেখতে পাবেন ‘Update your address online’ নামে একটি অপশন রয়েছে।

সেখানে ক্লিক করে আপনি চলে যাবেন পরবর্তী পর্যায়ে। যেখানে পরবর্তী প্রক্রিয়াগুলি করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ‘Proceed to Update Address’ অপশনে।

এরপর আপনাকে দিতে হবে আপনার আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি। তারপর ‘Captcha Verification’ করে ‘Send OTP” অপশনে ক্লিক করতে হবে।

এরপরে আপনার মোবাইলে (আধারের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে) একটি OTP আসবে। যে OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে লগইন করতে হবে। এখানে আপনি পাবেন আধারের ঠিকানা পরিবর্তন করতে পারবেন আপনার অ্যাড্রেস প্রুফ দিয়ে।

অ্যাড্রেস প্রুফ দেওয়ার জন্য আপনার কাছে থাকা নথির ছবি মোবাইলে তুলে আপলোড করে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

এভাবে আপনার আধারের ঠিকানা পরিবর্তন অথবা সংশোধন করা হয়ে গেলে সংশোধন হওয়া আধার কার্ড চলে আসবে আপনার ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে।

Advertisements