Changed country name: শ্রীলঙ্কা থেকে মায়ানমার, এশিয়ায় এই ৬ দেশের নাম আগে কী ছিল! ৯০% মানুষ জানেন না

Prosun Kanti Das

Published on:

Learn the different names of different countries from Iran to Myanmar: মোদী সরকারের উদ্যোগে India র পরিবর্তে দেশের নাম শুধুই ভারত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারণে কেন্দ্র সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে ১৮-২২ সেপ্টেম্বর পর্যন্ত। এইরকম পরিস্থিতিতে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। এশিয়ার বিভিন্ন দেশে বিগত কয়েক দশক ধরে নানা কারণে নাম বদলানো হয়েছে (Changed country name)। তালিকায় বাংলাদেশ থেকে শুরু করে নাম রয়েছে মায়ানমারেরও। আজকের প্রতিবেদনে তারই বিস্তারিত আলোচনা করা হবে।

প্রথমেই আলোচনা করা যাক কম্বোডিয়ার কথা। কম্বোডিয়ার আগের নাম ছিল কাম্পুচিয়া যা কমিউনিস্ট শাসনের অবসানের পর বদলে যায়। কমিউনিস্ট শাসকদের কাছে ১৯৭৬ সালেও কাম্পুচিয়া হিসেবেই দেশটি পরিচিত ছিল। সরকারিভাবে পরবর্তীকালে ইংরেজি নাম কম্বোডিয়াকে গ্রহণ করা হয়। পাশাপাশি নাম বদল এর ক্ষেত্রে (Changed country name) এশিয়া মহাদেশের আরেকটি দেশের নাম উল্লেখযোগ্য তা হল ইরান। সুপ্রাচীন এই দেশটির আগের নাম ছিল পারস্য বা পার্সিয়া। ১৯৩৫ সালে ইরানে ক্ষমতায় আসেন সম্রাট রেজা শাহ। তার রাজত্বেই দেশটির নামের পরিবর্তন ঘটে। নতুন যুগকে আহ্বান জানাতেই পরিবর্তন করা হয় প্রাচীন নামের। তৎকালীন যুগে সরকারিভাবে এটাই জানিয়েছিল সম্রাটের অফিস।

ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রের নাম ছিল সিলন। ১৯৭২ সালে দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন (Changed country name) করে রাখা হয় শ্রীলঙ্কা। ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রটি পূর্বতন ঔপনিবেশিক শাসকদের সমস্ত চিহ্ন মুছে ফেলার জন্যই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। তালিকায় এর পরে নাম আসে থাইল্যান্ডের। ১৯৩৯ সালে সিয়াম নাম বদলে হয়ে যায় থাইল্যান্ড। এই নামের অর্থ হলো স্বাধীনতার দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি পশ্চিমের ঔপনিবেশিক প্রভাবের মুখে জাতির ঐক্য নিশ্চিত করতেই নাম পরিবর্তন করেছিল।

মায়ানমার এর পূর্বতন নাম ছিল বার্মা। ১৯৮৯ সালে যার পরিবর্তন করে (Changed country name) সেখানকার সামরিক জুন্টা সরকার। বর্মি সম্প্রদায়ের মানুষ এর নাম অনুযায়ী দেশটির নাম হয় বার্মা। কোনো এক সময় ভারতের অংশ থাকায় দীর্ঘদিন ব্রিটিশ শাসনাধীনে ছিল ভারতের পূর্বদিকের এই প্রতিবেশী রাষ্ট্র।

সর্বশেষে আলোচনা করা যাক ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কথা। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের সময় দেশ ভেঙে তৈরি হয় পাকিস্তান। সেইসময় যার দু’টি অংশ ছিল। পূর্ব দিকের অংশটিকে বলা হত পূর্ব পাকিস্তান। দেশভাগের কিছুদিনের পরই বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে পূর্ব পাকিস্তানে শুরু হয় গণ আন্দোলন। সেখানে শুরু হয় মুক্তিযুদ্ধ। ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধ এর সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করে নয়াদিল্লি। যুদ্ধে পাকিস্তানের পরাজয় হলে পূর্ব দিকের অংশটি নতুন নাম পায় বাংলাদেশ।