UPI Wallet: UPI-এর নিয়মে বদল! আসতে চলেছে নতুন সুবিধা, গ্রাহকদের নতুন উপহার দিতে চলেছে RBI

Prosun Kanti Das

Published on:

Advertisements

Changes are coming in the rules of UPI Wallet: সম্প্রতি পেটিএম পেমেন্ট ব্যাংকর পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এতে ভীষণভাবে সমস্যায় পড়েছেন পেটিএম ব্যাংকের গ্রাহকরা। বিশেষত পেটিএম ওয়ালেট ব্যবহারকারী গ্রাহকরা। এই সমস্যার সমাধান করতে আরবিআই এর তরফ থেকে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনাটি কার্যকর করা সম্ভব হলে যেকোনো ইউপিআই একাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার পাশাপাশি মোবাইল ওয়ালেট (UPI Wallet) অ্যাকাউন্টটিকেও লিংক করে নিতে পারবে সাধারণ মানুষ।

Advertisements

ডিজিটাল ইন্ডিয়ার যুগে ক্যাশ বিহীন ট্রানজাকশন করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন সাধারণ মানুষ। আর এই ক্যাশলেস ট্রানজেকশন করার ব্যাপারে ইউপিআই পেমেন্ট এর চেয়েও অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হয় মোবাইল ওয়ালেট। ফোন পে, আমাজন পের মতন আরও অনেক ধরনের মোবাইল ওয়ালেট ব্যবহার করেন সাধারণ মানুষ। ইউপিআই ট্রানজাকশন এবং মোবাইল ওয়ালেটের ট্রানজেকশন এর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। ইউপিআই ট্রানজেকশন এর ক্ষেত্রে সরাসরি ব্যাংক একাউন্ট থেকে ট্রানজাকশন করা সম্ভব, কিন্তু মোবাইল ওয়ালেট হল মূলত প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট। অর্থাৎ এখানে আগে থেকে অর্থ জমা করে রাখতে হয়। এই নিয়মে পরিবর্তন (UPI Wallet) আনতে চলেছে আরবিআই।

Advertisements

মোবাইল ওয়ালেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে দুটি ওয়ালেট যদি একই কোম্পানির হয় তবে সরাসরি টাকা ট্রান্সফার করা সম্ভব। কিন্তু ওয়ালেট দুটি যদি আলাদা কোম্পানির হয় তবে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে ইউপিআই এর সাহায্য নিতে হয়। অর্থাৎ কোন থার্ড পার্টির সাহায্য ছাড়া সরাসরি দুটি আলাদা কোম্পানির মোবাইল ওয়ালেটের মধ্যে আর্থিক লেনদেন করা সম্ভব ছিল না এতদিন। সম্প্রতি আরবিআই এর তরফ থেকে নতুন একটি পরিকল্পনা (UPI Wallet) গ্রহণ করা হয়েছে যার সাহায্যে এই সমস্যা সহজেই দূর হতে পারে বলে দাবি করছে আরবিআই।

Advertisements

আরও পড়ুন ? Railway UPI Payment: কাউন্টারে টিকিট কেটেও পেমেন্ট নিয়ে চিন্তা নেই! এইসব স্টেশনে চালু হয়ে গেল UPI পেমেন্ট

আরবিআই বিভিন্ন কোম্পানির মোবাইল ওয়ালেট গুলির সঙ্গে ইউপিআই (UPI Wallet) কে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে। যার মানে হল, এখন থেকে বিভিন্ন কোম্পানির ওয়ালেটগুলিও গ্রাহকদের ব্যক্তিগত ব্যাংক একাউন্টের মতনই কাজ করবে ইউপিআই ট্রানজেকশনের ক্ষেত্রে। আরবিআই এর পক্ষ থেকে সম্প্রতি এক আলোচনা সভায় পিপিআই মোবাইল ওয়ালেটগুলিকে ইউপিআই এর সাথে সংযুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ইউপিআই কে ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মতন একই পদ্ধতিতে ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবে গ্রাহকরা।

যেকোনো কোম্পানির ওয়ালেট থেকে টাকা পাঠানো খুবই সহজ হয়ে যাবে ইউপিআই (UPI Wallet) ট্রানজাকশনের মাধ্যমে গ্রাহকদের জন্য। অর্থাৎ, যদি কোন ব্যক্তির আমাজন ওয়ালেটে টাকা থেকে থাকে তিনি ফোনপে কিংবা আমাজনপের ইউপিআই ট্রানজেকশন ব্যবহার করে আমাজন পের ওয়ালেট থেকে অন্য যে কোন কোম্পানির ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন খুব সহজে। এটা নিশ্চিতভাবে গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর। আরবিআই এর নতুন সিদ্ধান্ত সত্যি হতো গ্রাহকদের জন্য উপহার হয়ে আসতে চলেছে।

Advertisements