General Provident Fund: আবারো পরিবর্তিত হলো নিয়ম, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নিয়মে করা হলো বদল

Prosun Kanti Das

Updated on:

Advertisements

General Provident Fund: আবারো পরিবর্তিত হলো নিয়ম, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নিয়মে করা হলো বদল। পরিবর্তিত হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (General Provident Fund) সুদের হার গণনার নিয়ম। সম্প্রতি ১১ ই সেপ্টেম্বর ২০২৪ এ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে প্রাপ্ত টাকার সুদের পরিমাণ গণনা করার নিয়মে করা হয়েছে বড় রকমের পরিবর্তন। তবে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নতুন নিয়ম চালু হবে ২০২৫ সালের ১ লা জানুয়ারি থেকে।

Advertisements

অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (General Provident Fund) টাকা দেবার জন্য যে দিনটি নির্দিষ্ট করা হবে তার ঠিক এক মাস আগে পর্যন্ত সুদ গণনা করা হবে সঞ্চিত অর্থের ওপর। যদি কোন কারনে টাকা দিতে দেরি হয় তাহলে যত দিন দেরি হবে তত দিনের সুদও যুক্ত হবে মূল টাকার সাথে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের পক্ষ থেকেই বর্তমানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ধার্য করা হয়েছে ৭.১%।

Advertisements

শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত কর্মীদের জন্য ঋণ নেবার ব্যবস্থা করছে সরকার এখন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (General Provident Fund) অর্থের উপর ভিত্তি করে লোন নিতে পারবে শিক্ষক অথবা শিক্ষা কর্মীরা। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত কর্মীরাই এই সুযোগ পাবেন। জিপিএফে সঞ্চিত অর্থের উপর নির্ভর করে দুই ধরনের লোন নেওয়ার সুযোগ থাকবে তাদের জন্য। তবে এই ধরনের কোন লোন নেবার জন্য অনলাইনে আবেদন করতে হবে সেই ব্যক্তিকে।

Advertisements

আরো পড়ুন: প্রতিমাসে রাখুন মাত্র ১০ টাকা, এখানে বিনিয়োগ করলে নিমিষেই হয়ে যাবেন মালামাল

শিক্ষা কর্মীরা, লোন নিতে চাইলে প্রথমে অফলাইনে আবেদন করতে হবে স্কুল কর্তৃপক্ষের কাছে। এরপর সেই আবেদন অনুমোদিত হলে অনলাইনে জানাতে হবে আবেদন। সেখানে আবেদন পত্রটি যাচাই করা হবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম মডিউলের তরফ থেকে। সেখানে আবেদন পত্রটি অনুমোদিত হলে তা পাঠানো হবে ডিআই এর কাছে। এরপর সেখান থেকে আবেদনপত্রটি যাবে সরাসরি পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইরিটি অথরিটির কাছে। সেখান থেকে অনুমোদন এলেই লোনের টাকা ঢুকে যাবে নির্দিষ্ট কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে।

এর আগে আরও একটি বড় নিয়ম চালু করা হয়েছিল জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (General Provident Fund) ক্ষেত্রে। নিয়মটি চালু করার ঘোষণা করেছিলেন প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল স্বয়ং। সেই ঘোষণায় বলা হয়েছিল, এখন থেকে প্রভিডেন্ট ফান্ডের বার্ষিক রিপোর্ট দেখতে চাইলে তা শুধুমাত্র অনলাইনেই দেখা যাবে। আগে প্রত্যেক বছর এই রিপোর্ট অফলাইনে পাঠানো হতো কর্মীদের কাছে। এখন থেকে আর তা হবে না। শুধুমাত্র অনলাইনেই এই রিপোর্ট চেক করা যাবে। ইতিমধ্যে এই বার্ষিক রিপোর্ট সংক্রান্ত নির্দেশিকাটি প্রত্যেকটি সরকারি দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisements