The changes in EPF account rules will bring many benefits to the account holders: চাকুরীরতাদের জন্য বিশেষ করে বেসরকারি কোম্পানির অধীনে চাকরি করা কর্মীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (EPF) নিয়ে আর কোন চিন্তা নেই বেসরকারি কর্মচারীদের। যারা বেসরকারিতে চাকরি করেন তাদের মধ্যে বেটার অপশনের খোঁজে এক কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করার প্রবণতা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করা নিয়ে বেশ কিছুটা ঝামেলার মধ্যে পড়তে হয় তাদেরকে। কিন্তু এখন থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না কাউকে।
কোন ব্যক্তি তার কাজের জায়গা পরিবর্তন করলে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টের (EPF)¡ টাকা অটোমেটিক্যালি নতুন একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এমনই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ১ লা এপ্রিল ২০২৪ থেকে এই স্বয়ংক্রিয় বদলের নিয়মটি চালু করা হয়েছে। এখন আর আলাদা করে নতুন কোম্পানির জন্য নতুন প্রভিডেন্ট একাউন্ট খোলার কোন প্রয়োজন নেই। পুরনো একাউন্টেই নতুন সংস্থার টাকা জমা হতে থাকবে।
প্রভিডেন্ট ফান্ডের এই নতুন নিয়মের সুবিধা পাবার জন্য বেসরকারি সংস্থার কর্মীদের করতে হবে একটি ছোট্ট কাজ তাদের একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর তৈরি করতে হবে এবং সেটিকে প্রভিডেন্ট ফান্ডের একাউন্ট নম্বরের সাথে লিঙ্ক করিয়ে রাখতে হবে আর নির্দিষ্ট ব্যাংক একাউন্টের কেওয়াইসি নিয়মিত আপডেট রাখতে হবে। এইটুকু করলেই আর কোন ঝক্কি ঝামেলা পোহাতে হবে না। এক সংস্থা ছেড়ে অন্য সংস্থায় যোগ দেবার পর পুরনো সংস্থার ব্যাংক একাউন্টেই জমা হতে থাকবে নতুন সংস্থার প্রভিডেন্ট ফান্ডের টাকা (EPF)।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অন্তর্ভুক্ত এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড (EPF) অর্গানাইজেশন এর তরফ থেকে প্রতিটি প্রভিডেন্ট হোল্ডারকে একটি ১২ ডিজিটের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় বেসরকারি সংস্কার কর্মরত একজন ব্যক্তি তার কর্মজীবনে একটি মাত্র ইউনিভার্সেল একাউন্ট নম্বর পেতে পারেন কর্মসূত্রে যত খুশি সংস্থা পরিবর্তন করা হোক না কেন, এই নম্বরে কোন পরিবর্তন হয় না। একটি নির্দিষ্ট একাউন্টে টাকা জমা হওয়ার ফলে সম্পূর্ণ কর্মজীবন জুড়ে ঠিক কত টাকা প্রোভিডেন্ট ফান্ডে জামা পড়েছে তার হিসাব রাখতে অনেক সুবিধা হয়। এক সংস্থা থেকে কাজ ছেড়ে অন্য সংস্থা1য় যোগ দেবার পর এই ইউএএন নম্বরটি নতুন সংস্থাকে দিতে হয় তাহলেই নতুন সংস্থা এই নম্বরে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করবে এবং সাথে সাথে পুরনো একাউন্টে নতুন সংস্থার নামে ট্রান্সফার হয়ে যাবে কোনরকম আলাদা আবেদন পত্র ছাড়াই।
প্রভিডেন্ট ফান্ড এর একাউন্টে কত টাকা জামা পড়েছে তা জানার জন্য দুটি পদ্ধতি চালু করেছে এম্প্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন প্রথমটি হল ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরের ট্রিপল ফোর টু ফাইভ নম্বরে আপনার নির্দিষ্ট মোবাইল থেকে মিসকল দিলেই আপনার ফোনে প্রভিডেন্ট ফান্ডের জমে থাকা টাকার অ্যামাউন্ট এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া অনলাইনে নির্দিষ্ট পোর্টালে লগইন করে নো ইওর ইউ এ এন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করে আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে জমে থাকা টাকার পরিমান জানতে পারেন। সে ক্ষেত্রে নো ইওর ইউ এ এন স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি পিন জেনারেট হবে। সেই পিনটি বসালে একাউন্টের ডিটেলস আপনার সামনে খুলে যাবে।