ভ্যাকসিন নিতে হাজার হাজার মানুষের পাগল দৌঁড়, পদপিষ্ট বীরভূমে, হতবাক নেটিজেনরা

Shyamali Das

Updated on:

Advertisements

প্রতিম মস্কারা : দেশের সর্বত্রই বর্তমানে ভ্যাকসিনের ঘাটতি রয়েছে এ কথা অনস্বীকার্য। তবে যেনতেন প্রকারেন ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন নেওয়ার জন্য পাগলের মত হাজার হাজার মানুষের দৌঁড়, ঘটনায় পদপিষ্ট, এমন ঘটনার সাক্ষী বোধহয় বিরল। এমনই বিরল ঘটনার সাক্ষী থাকলো বীরভূম। যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা।

Advertisements

ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। নলহাটি জুনিয়ার হাইস্কুলে সোমবার নলহাটি পৌরসভার বাসিন্দাদের কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য একটি মেগা ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে আনুমানিক দেড় হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু সকাল থেকে ওই স্কুলের গেটের সামনে হাজার হাজার মানুষ জমা হন।

Advertisements

এরপর স্কুলের গেট খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। কে আগে ভ্যাকসিন নেবেন তা নিয়ে একেবারে ম্যারাথন দৌঁড় নজরে আসে। পাগলের মত ঐসকল মানুষেরা ছুটতে শুরু করেন। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর হয়ে ওঠে এই হুড়োহুড়ির কারণে আহত হন বেশ কয়েকজন ভ্যাকসিন গ্রহীতা। ঘটনার সময় ওই ভ্যাকসিন ক্যাম্পে পুলিশ মোতায়েন ছিল না বলে অভিযোগ। পরিস্থিতির খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে ভ্যাকসিন গ্রহীতারা অব্যবস্থার অভিযোগ তোলে পুলিশের সামনে বিক্ষোভ দেখান।

Advertisements

ঘটনার পরিপ্রেক্ষিতে নলহাটি পৌরসভার বাসিন্দা মোনালিসা পাণ্ডে জানিয়েছেন, “সকাল আটটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু হঠাৎ গেট খুলে দিতেই পিছন দিক থেকে হুড়োহুড়ি শুরু হয়। সবাই পিছন দিক থেকে ঠেলে চলে আসেন। সেই ঠেলাঠেলিতে আমরা পড়ে যায়। আমাদের উপর মানুষ হুড়মুড়িয়ে পা দিয়ে চলে যায়। পুরো চেপে দেওয়া হয়েছিল। কোনক্রমে প্রাণে বেঁচে গেছি। আমরা এইভাবে ভ্যাকসিন নিতে চাই না।”

Advertisements