Andaman Tour By IRCTC: থাকা, খাওয়ার চিন্তা অতীত! এবার জলের দরে আইআরসিটিসি নিয়ে এলো আন্দামান ট্যুর প্যাকেজ

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের কাজের চাপ থেকে মুক্তি দিতে পারে ঘোরা। এই কথা মাথায় রেখেই বছরের বিভিন্ন সময় পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান (Tour Plan) করেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাঙালি পর্যটকদের ঘুরতে যেতে দেখা যায় দীঘা, দার্জিলিং অথবা পুরীর মতো জায়গা। এই সকল জায়গার বাইরে ঘুরতে না যাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে।

বাইরে অনেক দূরে ঘুরতে না যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো টাকা পয়সা। এর পাশাপাশি অনেক পর্যটক রয়েছেন যারা কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন এসবের কথা মাথায় রেখেও খুব বেশি বাইরে ঘুরতে যান না। তবে এবার এই সমস্ত চিন্তা দূর করে জলের দরে আইআরসিটিসি নিয়ে এলো আন্দামান ট্যুর প্যাকেজ (Andaman Tour By IRCTC)। যে প্যাকেজের আওতায় ভ্রমণ করতে গিয়ে আপনাকে কিছু চিন্তা করতে হবে না। আপনি কেবলমাত্র টাকা দিয়েই শান্তিতে ঘুরতে পারবেন।

‘দেখো দেশ আপনা’ প্রজেক্টের আওতায় আইআরসিটিসি আন্দামান ঘুরে দেখার জন্য যে প্যাকেজ এনেছে তার নাম দেওয়া হয়েছে EXOTIC ANDAMAN EX AHMEDABAD। এই প্যাকেজ মোট ছয় রাত ও সাত দিনের। প্যাকেজের আওতায় রওনা দেওয়া হবে আমেদাবাদ থেকে। IRCTC-র এই প্যাকেজের আওতায় পর্যটকদের থাকা-খাওয়া ইত্যাদির ব্যবস্থা থাকার পাশাপাশি রয়েছে ঘুরে দেখার জন্য যানবাহনের ব্যবস্থা থেকে শুরু করে গাইড এবং ভ্রমণ বীমা।

আরও পড়ুন 👉 Tips for Sikkim tour: প্রথমবার সিকিম যাচ্ছেন! কী কী ঘুরে দেখবেন? না ঠকতে দেখে নিন ছোট্ট ট্যুর প্ল্যান

সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভ্রমণের জন্য পর্যটকদের বিমানে করে নিয়ে যাওয়া হবে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারে তিন রাত, নীলদ্বীপে এক রাত এবং হ্যাভলক দ্বীপে দুই রাতের জন্য থাকার ব্যবস্থা থাকবে। এর আগেও এই ধরনের একটি ট্যুর করা হয়েছিল জানুয়ারি মাসে। আর এর দ্বিতীয় ট্যুর রয়েছে আগামী ১১ মার্চ ২০২৪। এই ট্যুরে মোট ৩০ জন পর্যটক অংশগ্রহণ করতে পারবেন।

আইআরসিটিসির তরফ থেকে যে আন্দামান ভ্রমণের জন্য ট্যুর প্যাকেজ আনা হয়েছে তাতে কেউ যদি একা ভ্রমণ করেন তাহলে তাকে দিতে হবে ৭৭৯০০ টাকা। যদি একসঙ্গে দুজন ভ্রমণ করেন তাহলে মাথাপিছু দিতে হবে ৫৭৯০০ টাকা। অন্যদিকে একসঙ্গে তিনজন ভ্রমণ করলে মাথাপিছু দিতে হবে ৫৬০০০ টাকা। এই ট্যুর প্যাকেজের জন্য যারা আগ্রহী তারা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের সিট বুকিং করতে পারবেন।