নিজস্ব প্রতিবেদন : বাংলার বুকে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হলো দীঘা ও দার্জিলিং। বছরের বিভিন্ন সময় এই দুই পর্যটন কেন্দ্রে হাজার হাজার, লক্ষ লক্ষ পর্যটকরা ভিড় জমান। তবে এরই পাশাপাশি রাজ্যের অন্য একটি জনপ্রিয় পর্যটন জেলা হল পুরুলিয়া (Purulia)। তবে পুরুলিয়ায় সব সময় পর্যটকদের যাওয়া সম্ভব হয় না, কিছু মনোরম মরশুমেই পর্যটকরা সেখানে ভিড় জমান।
দার্জিলিং, দীঘা হোক অথবা পুরুলিয়া দূর দূরান্ত থেকে পর্যটকদের এসে মূলত হোটেলের ওপর ভরসা করেই রাত কাটাতে হয়। এক্ষেত্রে মরশুমের উপর ভিত্তি করে হোটেলগুলির ভাড়া বাড়া কমা করে। কখনো কখনো হোটেলের ভাড়া এমন জায়গায় পৌঁছে যায় যে অনেকের কাছেই তা দুঃসাধ্য মনে হয়। তবে এসবের মধ্যেই পুরুলিয়ায় মাত্র ২২৫ টাকায় রাত কাটানোর বন্দোবস্ত করেছে সরকার।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও অথবা অন্য কোন জায়গা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যে সকল পর্যটকরা মাত্র ২২৫ টাকায় রাত কাটাতে চান তাদের বুক করতে হবে ইয়ুথ হোটেল (Purulia Youth Hotel)। ইয়ুথ হোটেল বুকিং করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, যে সকল নিয়ম মেনে বুকিং করতে হয় পর্যটকদের। তবে বুকিং করা যে খুব দুঃসাধ্য তা নয়, কেননা অনলাইনে www.youthhostelbooking.wb.gov.in ওয়েবসাইট থেকেই হোটেল বুকিং করা যাবে।
আরও পড়ুন ? Youth Hostel Digha: মোটা টাকা খরচের দিন শেষ! দীঘায় মাত্র ২২৫ টাকায় হোটেল, বড় ব্যবস্থা রাজ্য সরকারের
ইয়ুথ হোটেলে থাকার জন্য যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হলো, এখানে কেবল থাকার বন্দোবস্ত রয়েছে, কোনরকম রান্নাবান্নার ব্যবস্থা থাকে না। সুতরাং যারা এই হোটেল বুকিং করবেন তাদের বাইরে থেকে খাবার কিনে খেতে হবে। এই হোটেলে আপনি সর্বোচ্চ তিন দিন থাকতে পারবেন। হোটেলে চেক ইনের সময় হল সকাল ১০টা এবং চেক আউট করতে হবে সকাল ৯ টায়। এই হোটেলগুলিতে কোনরকম মদ্যপান, ধূমপান করা যাবে না। এছাড়াও বারান্দা থেকে ভিডিও করা নিষিদ্ধ।
এখানে নন এসি থেকে এসি, ডরমেটরি বিভিন্ন ধরনের রুম রয়েছে। তবে বিভিন্ন ধরনের রুমের জন্য বিভিন্ন ভাড়া রয়েছে। ডবল বেড এসি এবং নন এসি রুম, যেখানে চারজন থাকার অনুমতি পান, সেই রুমের ভাড়া সার্ভিস চার্জ মিলিয়ে দিতে হবে যথাক্রমে ৯৫০ টাকা ও ৭৫০ টাকা। আটটি বেড রয়েছে এমন রুমের জন্য দিতে হবে ১৪০০ টাকা ভাড়া। অন্যদিকে ভিআইপি রুমের ভাড়া পড়ে ১৫৫০ টাকা। ডরমেটরি রুম পাওয়া যায় মাত্র ২২৫ টাকায়। অনলাইন ছাড়া অফলাইনেও পুরুলিয়ার ইয়ুথ হোটেলের রুম বুক করা যেতে পারে। যার ঠিকানা হলো অযোধ্যা হিল টপ, পুরুলিয়া, পিন নম্বর ৭২৩১৫২।