আজ থেকে ৫ দিন, বাজারের থেকে সস্তা! কত কমে সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় সোনার দাম (Gold Price) বিভিন্ন রকম থাকতে দেখা যায়। কখনো কখনো সোনার দাম লাগাম ছাড়া ভাবে বৃদ্ধি পায়, আবার কখনো কখনো দাম কমতে দেখা যায়। তবে অধিকাংশ সময়ই সোনার দাম বাড়তেই দেখা যায়। অন্যদিকে সোনার (Gold) দাম দিন দিন বাড়লেও এর চাহিদা কিন্তু এক বিন্দু কমেনি। কেননা বিশ্বের সব দেশের মানুষদের মধ্যেই সোনার প্রতি আকর্ষণ রয়েছে আলাদা।

আবার বিশ্বের কথা ছাড়লে কেবলমাত্র যদি ভারতীয়দের কথা ধরা হয়ে থাকে তাহলে, ভারত এমন একটি বাজার যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার সোনার লেনদেন হয়ে থাকে। সোনার এমন ব্যাপক চাহিদার মাঝেই এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে দেশের মানুষকে সুখবর দেওয়া হল। যে সুখবর অনুযায়ী আজ থেকে ৫ দিন বাজারের থেকে সস্তায় সোনা কেনার সুযোগ দেওয়া হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে মূলত কেন্দ্রের একটি স্কিমের পরিপ্রেক্ষিতে। কেন্দ্রের ওই স্কিমটির নাম হল সার্বভৌম গোল্ড বন্ড (Sovereign Gold Bond)। বাজারে যে দরে সোনা পাওয়া যায় তার থেকে কম রেটে এই প্রকল্পের আওতায় সোনা কিনতে পারবেন নাগরিকরা। তবে এই সোনা হাতে হাতে পাওয়া যাবে না, বন্ড পেপারের মাধ্যমে এই সোনা গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। তবে গ্রাহকরা যদি চান তাহলে সেই বন্ধের টাকা ভাঙ্গিয়ে সোনা কিনতে পারবেন।

আরও পড়ুন 👉 মাত্র ১০০ টাকায় কেনা যাবে সোনা! গরিবদের কথা ভেবে দারুণ স্কিম আনল TATA

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সস্তায় এই সোনা কেনার সুযোগ দিচ্ছে মূলত ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ২২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। পাঁচ দিনের জন্য থাকছে বাম্পার এই অফার। স্কিমের আওতায় গ্রাহকরা ২৪ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনা কিনতে পারবেন। গ্রাহকরা চাইলে মাত্র এক গ্রাম থেকে শুরু করে ৪ কেজি পর্যন্ত সোনা কিনতে পারবেন। অন্যদিকে ট্রাস্ট অথবা এই জাতীয় যে সকল সংস্থা রয়েছে তারা ২০ কেজি পর্যন্ত সোনা কিনতে পারবেন।

বাজারের থেকে কতটা সস্তায় পাওয়া যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সোনা? এই মুহূর্তে বাজারে এক গ্রাম সোনার দাম রয়েছে ৬২৫১ টাকা। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক গ্রাম সোনা দিচ্ছে ৬১৯৯ টাকায়। এর পাশাপাশি যদি কোন গ্রাহক সোনা কিনে ডিজিটাল পেমেন্ট করেন তাহলে তিনি ৫০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ এক গ্রাম সোনা কেনা যাবে ৬১৪৯ টাকায়। এইভাবে কেউ যদি ১০ গ্রাম সোনা কেনেন তাহলে তিনি প্রতি ১০ গ্রামে সঞ্চয় করতে পারবেন ১০২০ টাকা।