নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম জগতে বিপ্লব এনে দিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। তারাই প্রথম ভারতীয়দের সস্তা 4G নেটওয়ার্ক ব্যবহার করা শেখায়। পরবর্তী সময়ে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থার পথ ধরে অন্যান্য টেলিকম সংস্থাগুলি একই রকম অফার দিতে শুরু করে।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ভারতের টেলিকম জগতে বিপ্লব আনার পাশাপাশি তারা এক ধাক্কায় বিপুলসংখ্যক গ্রাহক সংখ্যা বাড়ায়। পরবর্তীতে অন্যান্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা রাখতে এই টেলিকম সংস্থা প্রতিনিয়ত নতুন নতুন অফার নিয়ে আসতে শুরু করে।
জিওর নতুন নতুন অফারের মধ্যে কোন প্ল্যান রয়েছে ১২ মাসের ভ্যালিডিটি যুক্ত, আবার কোনোটিতে রয়েছে ১১ মাসের ভ্যালিডিটির। এছাড়াও রয়েছে মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি নানান রিচার্জ প্ল্যান। এই সকল রিচার্জ প্ল্যানের মধ্যে একটি লাভজনক রিচার্জ প্ল্যান হলো ৭৪৯ টাকার। যাতে পাওয়া যাচ্ছে ৩৩৬ দিন অর্থাৎ ২৮ দিনের হিসাবে ১২ মাসের ভ্যালিডিটির প্ল্যান।
এই রিচার্জ প্ল্যানটি হল জিও ফোন গ্রাহকদের জন্য। দীর্ঘমেয়াদী এই রিচার্জ প্ল্যান জিও ফোন গ্রাহকদের বেশ সাশ্রয়ের রিচার্জ প্ল্যান। এতে রয়েছে মোট ২৪ জিবি ইন্টারনেট। যেসকল জিও ফোন গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান ব্যবহার করবেন তারা ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি পাবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতি ২৮ দিনে 2gb করে ডেটা, প্রতি ২৮ দিনে ৫০টি করে এসএমএস এবং বিভিন্ন জিও অ্যাপস সাবস্ক্রিপশন।
এখন প্রশ্ন হলো কেন এই রিচার্জ প্ল্যান সস্তা? কোন জিও ফোন গ্রাহক যদি তাদের জিও ফোন ব্যবহার করার জন্য প্রতি ২৮ দিনের ভিত্তিতে সর্বনিম্ন ৭৫ টাকা রিচার্জ করে থাকেন তাহলে তার ৩৩৬ দিনে খরচ দাঁড়ায় ৯০০ টাকা। আর এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে তাকে খরচ করতে হবে ৭৪৯ টাকা।
অর্থাৎ ১২ মাসের ভিত্তিতে ওই গ্রাহকের ১৫১ টাকা সঞ্চয় হবে। এছাড়াও ৭৫ টাকা রিচার্জ করলে গ্রাহকরা যে সুবিধা পান তার থেকে এই রিচার্জ প্ল্যানে রয়েছে আরও বাড়তি ডেটা।