নিজস্ব প্রতিবেদন : সারা বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে দার্জিলিং (Darjeeling) ঘুরতে আসেন পর্যটকরা। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা দার্জিলিং ঘুরতে এলেও এখানে সবচেয়ে ভিড় দেখা যায় বাঙ্গালীদেরই। বাঙ্গালীদের কাছে প্রিয় ডেস্টিনেশন যে সকল জায়গায় রয়েছে, সেই সকল জায়গার মধ্যে দার্জিলিং অন্যতম।
তবে দার্জিলিং যাওয়ার কথা মাথায় এলেই সবার প্রথম খরচ নিয়ে চিন্তা শুরু হয় পর্যটকদের। কেননা শিলিগুড়ি পর্যন্ত খুব কম খরচে পৌঁছানো গেলেও সেখান থেকে পাহাড়ে উঠতে হাজার হাজার টাকা খরচ হয়ে থাকে। পাহাড়ে ওঠার জন্য যে সকল গাড়ি রয়েছে সেগুলি বুকিং করলে অন্ততপক্ষে ৪ হাজার টাকা খরচ করতে হয়। কোন কোন ক্ষেত্রে আবার এই খরচ বেড়ে ৫ হাজার টাকাও হয়ে যায়। একইভাবে পাহাড় থেকে নামার সময়ও বিপুল খরচ করতে হয় পর্যটকদের।
তবে এই বিপুল টাকা খরচের বাইরেও একটি উপায় রয়েছে, যে উপায়ে ৩০০ টাকার কম খরচেও কলকাতা থেকে শৈল শহর দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া যেতে পারে। এর জন্য একটু মাথা খাটাতে হবে আর রাজকীয় স্বাচ্ছন্দের কথা ভুলে যেতে হবে। যারা কম খরচে পাহাড় ঘুরতে যেতে চান তাদের জন্য এই উপায়ের বিকল্প আর কিছু হতে পারে না। তবে কম খরচে পাহাড় যাওয়ার জন্য অবশ্যই কিছুটা হলেও কষ্ট করতে হবে।
কম খরচে দার্জিলিং যাওয়ার জন্য শিয়ালদা থেকে যেকোনো একটি ট্রেনের জেনারেল কামরায় উঠতে হবে যাত্রীদের। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জেনারেল কামরায় যাত্রীদের খরচ হবে মোটামুটি ১৬৫ টাকা। এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে পৌঁছাতে হবে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে। স্টেশন থেকে বাসস্ট্যান্ডের দূরত্ব ৫ থেকে ৬ কিলোমিটার। এক্ষেত্রে অটো, টোটো ভাড়া করা যেতে পারে অথবা পায়ে হেঁটেও যাওয়া যেতে পারে।
আবার কেউ যদি নিউ জলপাইগুড়ি স্টেশনে না নেমে শিলিগুড়ি জংশনে নামেন তাহলে সেখান থেকে বাসস্ট্যান্ড ২ মিনিটের হাঁটা পথ। এবার সেখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে বাসের টিকিট বুকিং করে বাসে চড়ে পৌঁছে যেতে হবে দার্জিলিং। এক্ষেত্রে বাস ভাড়া পড়ে মাথাপিছু সবচেয়ে কম ১০৫ টাকা। এই হিসাবে যদি কেউ দার্জিলিং যান তাহলে তার খরচ পড়বে সর্বোচ্চ ২৭০ থেকে ৩০০ টাকা।
এর পাশাপাশি আরও একটি উপায় রয়েছে। সেই উপায়টি হলো, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি ১৬৫ টাকা ট্রেনের জেনারেল কামরার ভাড়া দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানো। তারপর সেখান থেকে শেয়ারিং কার পাওয়া যায়। যেগুলির ভাড়া যাত্রিপিছু ৬০০ টাকা বা ৭০০ টাকা হয়ে থাকে। সেই সকল গাড়ি করেও দার্জিলিং যাওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে খরচ একটু বেড়ে হয়ে যায় প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা।