নিজস্ব প্রতিবেদন : শেষের দিকে জুলাই মাস। এখন নতুন মাস শুরু হওয়ার অপেক্ষা। নতুন মাস শুরু মানেই সবকিছু যেন নতুন। বিশেষ করে নতুন বছর অথবা নতুন মাস শুরু হওয়ার আগে সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়ারা দেখে নেন কোন দিন ছুটি থাকবে। সরকারি অফিসের ছুটি কবে থাকবে তা যেমন আগাম জানিয়ে দেওয়া হয় ঠিক সেই রকমই প্রতি মাসে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে তাও জানিয়ে দেওয়া হয়ে থাকে শিক্ষা দপ্তরের তরফ থেকে।
জুলাই মাস শেষ হওয়ার পর শুরু হবে আগস্ট মাস। আগস্ট মাসে কোন কোন দিন স্কুল বন্ধ থাকবে তা নিয়ে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সবার মধ্যেই আলাদা কৌতুহল রয়েছে। এই কৌতূহলের সমাপ্তি ঘটাতেই এই প্রতিবেদনে জানানো হচ্ছে, আগস্টে ঠিক কত দিন ছুটি পাবেন পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। তবে জানিয়ে রাখা ভালো, পুজোর টানা ছুটির আগে আগস্টে সেই ভাবে বন্ধ থাকছে না স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, আগস্ট মাসে মোট ছয় দিন ছুটি পাবেন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। সরকারি ভাবে এই ছয়টি দিন কোন কলেজের পঠন পাঠন বন্ধ থাকবে। আগস্ট মাসে এই ছয়টি দিন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা কাউকেই পঠন পাঠনের জন্য স্কুলে যেতে হবে না।
অন্যদিকে আগস্ট মাসেই রাজ্যের অধিকাংশ স্কুলে নেওয়া হবে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা। ইতিমধ্যেই এই ইউনিট টেস্ট পরীক্ষার রুটিন অধিকাংশ স্কুলের তরফ থেকেই পড়ুয়াদের দেওয়া হয়েছে। সেইমতো পড়ুয়ারা নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছেন আর স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে।
আগস্ট মাসে যে ছয় দিন স্কুলের পঠন পাঠন বন্ধ থাকবে সেই ৬ দিনের মধ্যে আবার চারদিন রয়েছে রবিবার। রবিবার বাদে দুদিন ছুটি পাবেন পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা। রবিবারের কারণে স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকবে ৬, ১৩, ২০ এবং ২৭ আগস্ট। এর চারটি দিন বাদে ছুটি পাওয়া যাবে স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট এবং ৩০ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে।