নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের ৬ই সেপ্টেম্বর বীরভূমের নানুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় স্বরূপ গড়াই নামে এক ব্যক্তির। তারপর সেই ঘটনাকে নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ ১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার পর স্বরূপ গড়াইয়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী চাইনা গড়াইয়ের হাতে বিজেপি নেতা মুকুল রায় ৫ লক্ষ টাকার চেক দিয়ে আসেন। চেক তুলে দেওয়ার দিন মুকুল রায়ের সাথে ছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা ও বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলও।
পরে এই ঘটনায় মোড় পরিবর্তন হয়। ২৮ শে সেপ্টেম্বর স্বরূপ গড়াইয়ের স্ত্রী চায়না গড়াইকে দেখা যায় বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ে। সেদিন সেখানে তিনি অনুব্রত মণ্ডলের পাশে বসে দাবি করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে তৃণমূল করত। ভুলবশত থানায় অভিযোগ করা হয়েছিল।
এরপর চাইনা গড়াইকে বিজেপির দেওয়া চেক ব্যাঙ্কে নিয়ে গিয়ে টাকা তুলতে গেলে দেখা যায় চেক বাউন্স করেছে। এই ঘটনার পরেই জেলা জুড়ে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপির তরফ থেকে আটকে দেওয়া হয়েছে সেই চেক! যদিও এ বিষয়ে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি বিজেপি নেতৃত্বের তরফ থেকে।