BSNL-এর ব্যালান্স, ভ্যালিডিটি, ইন্টারনেট দেখার পদ্ধতি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষে অজস্র মানুষ রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর গ্রাহক। এটি ভারতের একটি অন্যতম নামকরা টেলিকম সংস্থা। কিন্তু BSNL গ্রাহকদের কাছে সবথেকে কষ্টকর হলো এর ব্যালান্স, ভ্যালিডিটি, ডেটা, এসএমএস ইত্যাদি দেখা। কারন এগুলি দেখার ক্ষেত্রে এর রয়েছে কিছু জটিলতা, যা নিয়েই সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। এমনকি কোন উপায় না পেয়ে ব্যালান্স অথবা ভ্যালিডিটি চেক করতে ছুটে যেতে হয় দোকানে। আরও বড় সমস্যা হলো বহু গ্রাহকের অভিযোগ, ‘এদের কাস্টমার কেয়ারে ফোন লাগতে চাইনা’।

আর এই সমস্যা থেকে বাঁচতে আজ আমরা নিয়ে এসেছি বিএসএনএলের ব্যালান্স, ভ্যালিডিটি, ইন্টারনেট, এসএমএস দেখার USSD কোডগুলি। যেগুলির মাধ্যমে কোনোরকম ঝঞ্ঝাট ছাড়াই আপনি হাতে হাতে দেখে নিতে পারেন আপনার যখন যেটার দেখা দরকার। চলুন দেখে নেওয়া যাক।

ব্যালান্স, ভ্যালিডিটি ইত্যাদি দেখার জন্য আপনি *১২৩# ডায়াল করতে পারেন। কিন্তু এতে আপনি সরাসরি দেখতে পাবেন না ব্যালান্স বা ভ্যালিডিটি। *১২৩# ডায়াল করার পর বেছে নিতে হবে পরবর্তী বিকল্পগুলি, তারপরেই দেখতে পাবেন।

সহজে ব্যালান্স, সিম কার্ডের ভ্যালিডিটি দেখার জন্য ডায়াল করুন *১২৩*১#। তাহলেই দেখা যাবে, মেইন ব্যালান্স, আউটগোয়িং ভ্যালিডিটি, অ্যাকাউন্ট এক্সপাইরি সহ অন্যান্য বিষয়গুলি।

*১২৩*৩# ডায়াল করলে আপনি জানতে পারবেন এই মুহুর্তে আপনার নাম্বার কোন প্ল্যানটি চলছে। যেমন, যদি ১০৮ টাকার হয়, তাহলে সেটা দেখিয়ে দিবে।

*১২৩*৪# ডায়াল করলে আপনি দেখতে পাবেন আপনার নাম্বার থেকে করা শেষ কয়েকটি কলের বিবরণ, কোন নাম্বারে কল করেছেন, কত মিনিট কথা হয়েছে ইত্যাদি। এছাড়াও কতক্ষন ইন্টারনেট করেছেন ইত্যাদি।

*১২৩*৫# ডায়াল করলে দেখতে পাবেন আপনার প্রোমো কার্ড, আনলিমিটেড প্ল্যান, ইন্টারনেট প্ল্যান, এসএমএস প্ল্যান ইত্যাদি কতটা বেঁচে আছে এবং তাদের ভ্যালিডিটি কবে শেষ হচ্ছে।