Tatkal Tickets: দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে? ট্রেনের টিকিট কাটবেন তাও আবার তৎকালে, নিমিষেই হয়ে যাবে তৎকাল টিকিট। আজকে যদি ঘোরার প্ল্যান করেন তাহলে কালকে রিজার্ভেশন টিকিট পাবেন না সেটা নিশ্চিত। তাই সমস্যার সমাধান করতে পারে একমাত্র তৎকাল টিকিট। তৎকাল টিকিট নামটার মধ্যেই যেন লুকিয়ে রয়েছে জরুরি কোন অবস্থা। সাধারণ মানুষ যাদের জরুরি পরিস্থিতিতে টিকিট পেতে পারে তার জন্যই এই তৎকাল টিকিট চালু করা হয়েছে।
আজকের এই প্রতিবেদনে প্রথমেই তৎকাল টিকিট (Tatkal Tickets) সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। তৎকাল টিকিট হলো আসলে বিশেষ ক্যাটাগরির রেলওয়ে টিকিট। যাত্রা করার একদিন আগে এই টিকিট বুক করতে হয়। হয়তো শেষ মুহূর্তে কোথাও যাত্রা করতে হবে কিংবা জরুরি পরিস্থিতি পড়ে গেছে সেই সময়ের জন্য এই তৎকাল টিকিট যথেষ্ট কার্যকরী। ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্যই তৎকাল টিকিট বুকিং করার প্রক্রিয়া শুরু হয়েছে।
তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া দরকার। তৎকাল টিকিট বুকিং করার জন্য একটি PNR-এ সর্বাধিক চার জন যাত্রীর টিকিট বুক করা যায়। যখনই টিকিট বুকিং করতে হবে তখন অবশ্যই লাগবে যাত্রীর আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের মতো বৈধ পরিচয়ের প্রমাণপত্র। নিশ্চিত তৎকাল টিকিটের রিফান্ড পাওয়া যায় না। যদি কোন কারনে ট্রেন বাতিল হয় তাহলে অবশ্যই যাত্রী টাকা ফেরত পাবেন।
সম্প্রতি খুব সহজেই বুক করা যায় তৎকাল টিকিট (Tatkal Tickets)। যদি হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান করেন তাহলে তৎকাল টিকিট কাটা নিয়ে আর চিন্তা করতে হবে না। প্রথমে IRCTC-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্ট্রেশনের সময় দিতে হবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি। তারপর ‘প্ল্যান মাই জার্নি’ পেজে ডিপার্চার ও অ্যারাইভাল স্টেশন এবং ভ্রমণের তারিখ দিতে হবে হবে।
আরও পড়ুন:Bullet Train: রেল বাড়তে চলেছে বুলেট ট্রেনের সংখ্যা, বাংলার কপালে কি জুটল
তারপর যেতে হবে ‘তৎকাল’ (Tatkal Tickets) অপশনে এবং ক্লিক করে লিখতে হবে ট্রেন এবং ক্লাস। পাশাপাশি দিতে হবে যাত্রীর নাম, বয়স এবং পরিচয়ের প্রমাণপত্র। যাত্রীরা চাইলে পেমেন্ট করতে পারে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI বা ওয়ালেটের মাধ্যমে। যখনই তৎকাল টিকিট কনফার্ম হয়ে যাবে যাত্রীদের ইমেইল আসবে কিংবা ফোনে চলে আসবে এসএমএস। তবে তৎকাল টিকিট কাটার সময় কিছু কিছু বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে। সময় বাঁচাতে IRCTC অ্যাকাউন্টের লগ ইন ডিটেইলস এবং যাত্রীদের যাবতীয় তথ্য হাতের কাছে রাখা উচিত। মাথায় রাখতে হবে ইন্টারনেট কানেকশনের যাতে কোনোরকম সমস্যা না হয়।
তবে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, সময়ের পরিবর্তন। তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে উল্লেখযোগ্য যে পরিবর্তন হয়েছে তাতে এসি ক্লাসের তৎকাল টিকিট (Tatkal Tickets) বুকিং এখন সকাল ১০.১০ মিনিট থেকে শুরু হবে। নন-এসি ক্লাসের টিকিট বুকিং শুরু হবে সকাল ১১.১০ মিনিট থেকে। গ্রাহকরা তাদের সুবিধামতো সময় টিকিট বুক করতে পারবেন না কারণ আইআরসিটিসি থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে। তৎকাল টিকিটে আসন সংখ্যা সীমিত। যারা সময় মেনে টিকিট বুক করবেন তারাই এই তৎকাল টিকিট পাবেন।