Fuel Quality: গাড়ির ইঞ্জিনকে ক্ষতির হাত থেকে বাঁচান, ব্যবহারের আগে দেখে নিন তেলের গুণগত মান

Prosun Kanti Das

Published on:

Advertisements

Fuel Quality: গাড়ির ইঞ্জিনকে ক্ষতির হাত থেকে বাঁচান, যাচাই করুন ব্যবহৃত তেলের গুণমান। গাড়িতে ব্যবহৃত তেলটি কতটা স্বচ্ছ তা যাচাই করা খুবই প্রয়োজন। গাড়ির ইঞ্জিনকে ভালো রাখতে সাহায্য করে এই তেল। কিন্তু আমরা সাধারণত পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরিয়ে চলে আসি। তার গুণমান (Fuel Quality) যাচাই করার কথা আমাদের খেয়াল থাকে না। বা হয়তো সব সময় যাচাই করা সম্ভব হয় না। যার ফলে অনেক সময় ঠকে যেতে হয় আমাদের। খারাপ গুণমানের তেল অথবা ভেজাল তেল আমাদের গাড়ির ক্ষতি করতে পারে। তাই তেল নেওয়ার আগে কিছু জিনিস অবশ্যই যাচাই করে নেওয়া প্রয়োজন।

Advertisements

আমরা যখন পেট্রোল পাম্পে তেল ভরাতে যাই তখন যিনি তেল দিচ্ছেন অর্থাৎ পেট্রোল পাম্পের সেই নির্দিষ্ট কর্মীটি আমাদেরকে মিটার চেক করে নিতে বলেন। যদি মিটার শূন্য থাকে তার মানে আগের কোন বিক্রিত তেলের পরিমাপ এখানে যুক্ত করা নেই। মিটার শূন্য আছে কিনা চেক করে নেবার পর তেল দেওয়া শুরু করা হয়। এরপর মিটারে যে সংখ্যাটা ওঠে সেই পরিমাণ তেলের অর্থ পরিশোধ করে আমরা সেখান থেকে চলে আসি। কিন্তু এতে তেলের পরিমাপ নির্দিষ্ট করা গেলেও, গুণমান (Fuel Quality) নির্দিষ্ট করা সম্ভব নয়।

Advertisements

জ্বালানি তেলের গুণমান (Fuel Quality) যাচাই করতে গেলে, যাচাই করতে হবে ব্যবহৃত তেলটির ঘনত্বের পরিমান। পাম্পে তেল ভরতে যাওয়ার সময় আমাদের এই বিষয়টির কথা খেয়ালই থাকে না। কিন্তু এখন থেকে অবশ্যই মনে করে যাচাই করবেন ঘনত্বের পরিমান। কিভাবে যাচাই করবেন? সরকারের পক্ষ থেকে পেট্রোল ডিজেলের জন্য একটি নির্দিষ্ট ঘনত্বের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে ঘনত্বের পরিমাণ থাকে ৭২০ থেকে ৭৭৫ কিউবিক মিটার। এবং ডিজেলের ক্ষেত্রে এই ঘনত্বের পরিমান ৮২০ থেকে ৮৬০ কিউবিক মিটার। এর চেয়ে কম বা বেশি ঘনত্বের তেল গুণমানের দিক থেকে উপযুক্ত নয়। অর্থাৎ আপনার গাড়ির জন্য এই তেল ব্যবহার করা একেবারেই সঠিক নয়।

Advertisements

আরো পড়ুন: রমরমিয়ে চলছে ভেজাল পেট্রোলের ব্যবসা, ব্যবহারের আগে স্বচ্ছতা যাচাই করুন এই উপায়ে

প্রত্যেকদিন পেট্রোল পাম্পের কর্মীদের তাদের কাছে থাকা তেলের ঘনত্ব যাচাই করে আপডেট করতে হয়। এবং সাধারণের সুবিধার্থে সেই ঘনত্বের পরিমাণ চার্টের আকারে দেওয়া থাকে। যখনই তেল ভরতে যাবে তখনই অবশ্যই সেই মুহূর্তে তেলের ঘনত্ব কত রয়েছে তা একবার যাচাই করে নেবেন। যদি সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্যের সাথে পেট্রোল পাম্প থেকে দেওয়া তেলের ঘনত্ব না মেলে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে তেল ভরা মোটেও ঠিক হবে না। খারাপ তেল ব্যবহার করলে গাড়ির মাইলেজ তো কম পাবেনই, উপরন্ত এতে আপনার গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

গাড়িতে তেল ভরতে গিয়ে যদি দেখেন কোন পাম্পে তেলের ঘনত্ব সঠিক নেই, তাহলে আপনি সেই পাম্পের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার ১৮০০২৩৩৫৫ এ কল করুন। গাড়িতে কোন ভেজাল তেল দেওয়া হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তেলটির রং, গন্ধ ইত্যাদি যাচাই করে নিতে পারেন। গাড়ির ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে চাইলে, ভালো মাইলেজ পেতে চাইলে পেট্রোল বা ডিজেল ভরানোর আগে তার গুণমান (Fuel Quality) অবশ্যই যাচাই করুন। নিজেরা সতর্ক থাকুন এবং অন্যদের সাথে এই তথ্য ভাগ করে নিয়ে তাদেরও সতর্ক থাকতে সাহায্য করুন।

Advertisements