Advertisements

August Holiday List: রিলাক্সে হবে বেরু বেরু, নাকে তেল দিয়ে হবে ঘুম! দেখে নিন আগস্টের একগাদা ছুটির তালিকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : জুলাই মাস সরকারি কর্মচারীদের কাছে ছিল কপালপোড়া মাস। কেননা সরকারি কর্মচারীদের বেতন, ডিএ ইত্যাদি ছাড়াও আরেকটি চাহিদা হলো ছুটি। কিন্তু জুলাই মাসে সেই ভাবে ছুটি তো ছিলই না, উপরন্তু রথযাত্রা রবিবার পড়ার কারণে সেই ছুটিও জলে গিয়েছে। ছুটি বলতে জুলাই মাসে কেবলমাত্র ১৭ জুলাই মহরমের দিনটি ভালোভাবে উপভোগ করা গিয়েছে। তবে এই সমস্ত ছুটি পুষিয়ে দিতে আসছে আগস্ট (August Holiday List)।

Advertisements

আজ জুলাই মাসের ২৪ তারিখ। হাতেগোনা আর ৭ দিন পরেই শুরু হয়ে যাবে নতুন মাস আগস্ট। আগস্ট মাসে সরকারি কর্মচারীদের একগাদা ছুটি থাকার পাশাপাশি টানা ছুটির সুযোগও রয়েছে। আর সেই একগাদা এবং টানা ছুটিকে কাজে লাগিয়ে একদিকে যেমন রিলাক্সে হবে কোথাও বেরু বেরু করতে যাওয়ার প্ল্যান, ঠিক সেই রকমই আবার নাকে তেল দিয়ে ঘুমানোর সুযোগও রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাসে কোন কোন দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

Advertisements

শনিবার ও রবিবারের ছুটি বাদে আগস্ট মাসে সরকারি কর্মচারীদের জন্য প্রথম ছুটি রয়েছে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন। এই বছর ১৫ আগস্ট পড়েছে বৃহস্পতিবার। ঐদিন ছুটি থাকার পর শুক্রবার অফিস এবং স্কুল কাছারি খোলার পর আবার শনিবার স্কুল খোলা থাকলেও অফিস কাছারি বন্ধ থাকবে। রবিবার স্কুল কলেজ সহ অফিস কাছারি সমস্ত কিছু বন্ধ। সুতরাং স্বাধীনতা দিবসের দিন থেকেই টানা ছুটির সুযোগ রয়েছে যদি এক দুদিন ম্যানেজ করা যায়।

Advertisements

আরও পড়ুন ? PM Svanidhi Yojana: কেন্দ্র সরকারের দুর্দান্ত প্রকল্প, সহজেই মিলবে ৫০ হাজার টাকার ঋণ, সঙ্গে ৩৫০০ টাকা ছাড়

১৫ আগস্ট বৃহস্পতিবার ছুটির পর আবার ছুটি থাকবে ১৯ আগস্ট সোমবার। ঐদিন রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি রয়েছে সরকারি কর্মচারীদের। ১৯ আগস্টের আগে শনিবার ও রবিবার পড়ার কারণে টানা তিন দিন ছুটির সুযোগ মিলবে। টানা ৩ দিনের ওই ছুটিতে কাজে লাগিয়ে দিব্যি কোন না কোন জায়গা ঘুরে আসার প্ল্যান করা যেতে পারে। আবার যাদের ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই তারা নিশ্চিন্তে বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমানোর সুযোগ পাবেন।

১৫ আগস্ট এবং ১৯ আগস্টের পর আগস্ট মাসের তৃতীয় ছুটি হল ২৬ আগস্ট। ঐদিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়ার কারণে সরকারি ছুটি রয়েছে। আবার ওই দিনটি পড়েছে সোমবার। সুতরাং ১৯ আগস্টের ছুটির মতোই ২৬ আগস্টের ছুটি কাজে লাগানো যেতে পারে। বিন্দাস ঘোরাফেরা করার পাশাপাশি বাড়িতে নিশ্চিন্তে আরাম করার সুযোগ রয়েছে।

Advertisements