Awas Yojana: পিএম আবাস যোজনার নতুন লিস্ট, এই পদ্ধতিতে দেখে নিন তালিকায় আপনার নাম আছে কিনা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Check if your name is in the list of Awas Yojana by this method: কেন্দ্রীয় সরকার সর্বদাই চেষ্টা করে এসেছে দেশের জনগণকে নানারকম পরিষেবা প্রদান করতে। নানাবিধ পরিষেবার মধ্যে অন্যতম হলো ক্রমবর্ধমান আবাসনের চাহিদা মেটানো। শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল সব জায়গাতেই আবাসনের চাহিদা রয়েছে অনেকটাই বেশি। এই কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা (Awas Yojana) প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার বস্তিতে বসবাসকারী ব্যক্তিদের স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে।

Advertisements

যেসব মানুষেরা শহরাঞ্চলে থাকে তারা ব্যাংক থেকে বাড়ি কেনার জন্য অল্প সুদে ঋণ নেওয়ার সুবিধা পাচ্ছে। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছেন তারা অনায়াসে এই প্রকল্পের আওতায় নিজস্ব বাড়ি তৈরি করতে পারবেন এমনকি বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার জন্য অল্প সুদে অর্থ সাহায্য পাবেন সরকারের কাছ থেকে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সম্প্রতি ২০২৪ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার (Awas Yojana) নয়া লিস্ট প্রকাশিত হয়েছে। আবেদনকারীরা অবশ্যই খেয়াল রাখবেন এই তালিকাটি।

Advertisements

এই প্রকল্পের (Awas Yojana) জন্য কারা আবেদন করতে পারবেন আসুন দেখে নিই এই প্রতিবেদনে। আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় ১ লক্ষ ৯০ হাজার টাকার বেশি হওয়া যাবে না। যে আবেদন করবে তার বয়স অবশ্যই ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী যেন পরিবারের প্রধান হয়। অন্য কোন বাসস্থান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

Advertisements

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana) আবেদনকারী যে অর্থ লাভ করবে তা তাকে দেওয়া হবে বিভিন্ন কিস্তির মাধ্যমে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে। গ্রামীণ আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধাগুলি পেতে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ২০২৪-এ অন্তর্ভুক্ত করার পরেই আর্থিক সুবিধা দেওয়া হয়। যদি আবেদনকারীর বাড়ি সমতল জায়গায় হয় তাহলে তিনি পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় বাড়ি হলে সেই টাকার পরিমাণ দেওয়া হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা। সর্বদাই বিভিন্ন কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুন ? Pradhan Mantri Awas Yojana: বাড়িতে এই জিনিসটি থাকলেই আর পাবেন না! বাতিল হয়ে যাবে আবাস যোজনার আবেদন

কি কি গুরুত্বপূর্ণ নথি লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য?
  1. আধার কার্ড
  2. প্যান কার্ড
  3. আয় শংসাপত্র
  4. ঠিকানা প্রমাণ
  5. বিপিএল তালিকার জেরক্স
  6. আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  7. মোবাইল নম্বর
  8. ইমেইল আইডি
  9. ভোটার আইডি কার্ড
  10. পাসপোর্ট সাইজ ছবি

কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের (Awas Yojana) জন্য? প্রথমে আবেদনকারীকে যেতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। হোম পেজে, ‘বেনিফিশিয়ারি অ্যাসেসমেন্ট’ বিকল্পটি নির্বাচন করুন এবং তাতে ক্লিক করুন। এখন আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনপত্র দেখানো হবে, রেজিস্টার বিকল্পে ক্লিক করুন। আবেদনপত্রে যেসব তথ্য প্রয়োজনীয় তা পূরণ করতে হবে এবং তারপর সাবমিট বোতামে ক্লিক করুন। প্রয়োজনীয় মূল নথিগুলি স্ক্যান করুন এবং আপলোড করুন এবং সবার শেষে ফর্মটি সাবমিট করতে হবে। এই প্রকল্পে আবেদন করার শেষ সময়সীমা হল চলতি বছরের ৩১শে ডিসেম্বর। এর সাথে পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যও ২৯৫ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা আবেদন করেছিলেন তাদের নাম ইতিমধ্যেই তালিকায় চলে এসেছে।

কিভাবে আবেদনকারী নিজেদের নাম দেখবে এই তালিকায় আসুন জেনে নিই।
  • ধাপ-1: প্রথমে আপনাকে গুগলে https://pmayg.nic.in/ সার্চ করতে হবে। তারপর home পেজটি খুলে গেলে আপনি নীচে দেওয়া Click Here বিকল্পে ক্লিক করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • ধাপ-2: হোম পেজে যাওয়ার পর আপনাকে স্টেকহোল্ডার অপশন দেখতে হবে। তারপর তাতে ক্লিক করে আপনি IAY/PMAYG সুবিধাভোগীর বিকল্প পাবেন, তাতে ক্লিক করুন।
  • ধাপ-3: আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারেন।
  • ধাপ-4: অ্যাডভান্সড সার্চ অপশনে ক্লিক করার পর, রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনি দেখতে পাবেন। তারপর সার্চ বিকল্পটি দেখতে পাবেন এবং ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারেন। এরপর আবাস যোজনাতে নয়া তালিকায় নিজের নাম দেখতে পাবেন।
Advertisements