Bank Holidays: খুব শীঘ্রই ছুটি পড়তে চলেছে ব্যাংকে, মাসের বেশিরভাগ দিনই বন্ধ থাকবে সমস্ত কাজ। ইতিমধ্যে উৎসবের মোরসুম শুরু হয়ে গেছে। নানা জায়গায় নানা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগোচ্ছে দিন। আর হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। অক্টোবর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস জুড়েই চলবে পুজোর আমেজ। এ বছর অক্টোবর মাসটাকে পুজোর মাস বললেও চলে। এটা এক দিকে যেমন আনন্দের, অন্যদিকে তেমনই ব্যস্ততার। কারণ পুজোর মাস মানেই ছুটি পড়বে সব জায়গায়। তার আগে সেরে ফেলতে হবে যাবতীয় গুরুত্বপূর্ণ কাজগুলি। অন্যান্য কর্মক্ষেত্র গুলির মত ছুটি থাকবে ব্যাংকেও (Bank Holidays)।
প্রতি বছর অক্টোবর মাসটা শুরুই হয় ছুটি দিয়ে। দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হয়, সেই কারণে ছুটি থাকে সব জায়গাতেই। এ বছর উপরি পাওনা হিসেবে যুক্ত হয়েছে মহালয়া। গান্ধী জয়ন্তী এবং মহালয়া একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে। এরপর চলবে একের পর এক উৎসব। দুর্গাপূজা, লক্ষ্মীপুজো, কালীপুজো সারা মাস জুড়েই চলবে নানা আনন্দ অনুষ্ঠান। আর ছুটিও থাকবে প্রায় সারা মাস জুড়ে। চলুন জেনে নেওয়া যাক, এই বছর অক্টোবর মাস জুড়ে কত দিন ছুটি থাকবে ব্যাংকগুলিতে (Bank Holidays)?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ছুটি সম্পর্কিত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যেক মাসে যে সমস্ত সরকারি ছুটি অথবা নির্দিষ্ট শনি, রবিবারের ছুটি থাকে এ মাসেও তেমনি থাকবে। তার সাথে যুক্ত হবে আরও কিছু ছুটি। পুজো উপলক্ষে বেশ কয়েকটি ছুটি বরাদ্দ হয়েছে ব্যাংকের (Bank Holidays) জন্য। অর্থাৎ প্রায় অর্ধেক মাসই বন্ধ থাকবে ব্যাংকের যাবতীয় কাজ। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত তালিকা সব জায়গায় সমান ভাবে মেনে চলা হয় না। ধান ও পরিস্থিতি ভেদে এই ছুটির দিনক্ষণের ততারতম্য হতে পারে।
আরো পড়ুন: Canara Bank এর তরফ থেকে পাওয়া যাবে কাজের শেখার দুর্দান্ত সুযোগ, নেওয়া হবে তিন হাজার কর্মী
পুজোর সময় জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকটি ক্ষেত্রেই ছুটি থাকে। এ বছর ৯ই অক্টোবর দুর্গা ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হচ্ছে পুজো। কিন্তু ষষ্ঠীর দিন ব্যাংক খোলাই থাকে। ব্যাংকে ছুটি (Bank Holidays) থাকে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই চার দিন। যেহেতু এ বছর অষ্টমী, নবমী একই দিনে পড়েছে তাই সে ক্ষেত্রে ছুটির দিন সংখ্যা চারদিনের বদলে তিন দিন হবার কথা ছিল। কিন্তু খুশির খবর হলো ১২ ই অক্টোবর দশমী। সেদিন মাসের দ্বিতীয় শনিবার তাই সাধারণ নিয়মে ছুটি থাকবে। তারপরের দিন অর্থাৎ ১৩ই অক্টোবর রবিবার তাই পুজোর ছুটি না থাকলেও ব্যাংকের নিয়ম অনুযায়ী, ছুটি থাকবে সেদিনও। এছাড়া কোজাগরি লক্ষী পুজো এবং বাল্মিকী জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে ১৬ ও ১৭ই অক্টোবর। মাসের শেষে রয়েছে কালীপুজো। সেদিনও বন্ধ থাকবে ব্যাংকের কাজ।
অর্থাৎ ২ রা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে ব্যাংকের ছুটি (Bank Holidays)। এরপর ৩রা অক্টোবর নবরাত্রি উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক। এরপর ৬ অক্টোবর রবিবার অর্থাৎ ছুটির দিন। তারপর ১০ই অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে পুজোর ছুটি এবং ব্যাংকের নির্দিষ্ট ছুটির কারণে। এরপর আবার ১৬ অক্টোবর কোজাগরি লক্ষ্মীপূজো এবং ১৭ ই অক্টোবর মহর্ষি বাল্মিকী জন্ম জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংকের কাজ। এরপর ২০ অক্টোবর রবিবার তার ঠিক ৫ দিন পরে ২৬ শে এবং ২৭ এ অক্টোবর যথাক্রমে মাসের চতুর্থ শনিবার এবং রবিবার হবার জন্য ব্যাংকে ছুটি থাকবে। এরপর মাসের শেষ হবে ৩১ শে অক্টোবর কালী পূজার ছুটি দিয়ে।