School Holiday List: ডিসেম্বরে ফের টানা ৩ দিন ছুটি! ঘুরতে যাওয়ার এমন সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Long Holiday will be available in school in December too, Check that list quickly: স্কুল-কলেজ ছুটি হলে স্বাভাবিকভাবেই আনন্দ হয় ছাত্র-ছাত্রীদের। এতদিন চলছিল ছুটির মরশুম দুর্গাপূজা, কালীপুজো, সবমিলিয়ে বড় ছুটি পেয়েছে ছাত্র-ছাত্রীরা। কিন্তু এবার নভেম্বরের পর ডিসেম্বরের ছুটির তালিকা প্রকাশের পালা(School Holiday List)। ডিসেম্বর মাসেও পাওয়া যাবে লম্বা ছুটি, ফের একবার উৎসবের মেজাজে ফিরতে পারে স্কুলের ছাত্র-ছাত্রীরা। কোন কোন দিন ছুটি পাবে তারা চলুন দেখি নিই।

Advertisements

আমরা সবাই জানি ডিসেম্বর মাস হল বিভিন্ন উৎসব এবং ছুটিতে ভরা একটি মাস। স্কুল ছুটির বিষয়টি সাধারণত দেশ, অঞ্চল এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এবং সেই অনুযায়ী ছুটি পরিবর্তিত হয়। এছাড়াও নির্ভর করে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর। সারা বছর ধরে বিভিন্ন নতুন ছুটি যুক্ত হয় এই ক্যালেন্ডারে (School Holiday List)।

Advertisements

কচিকাঁচারা ছুটির কথা জানলেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হলো, আগামী মাসের লম্বা স্কুল ছুটির তালিকা সম্পর্কে (School Holiday List)। ডিসেম্বর মাস মানেই ক্রিসমাস এবং নিউ ইয়ার্স ডে, এসব মিলিয়ে শীতকাল আবারও জমে উঠতে চলেছে উৎসবের মরশুম। তাই স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা উদযাপন করবে এই লম্বা ছুটি।

Advertisements

ছাত্র-ছাত্রীরা এমনিতেই সারা বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য অপেক্ষা করে থাকে। তাদের নানারকম প্ল্যান থাকে এই ছুটিকে ঘিরে। নির্দিষ্ট ছুটি বাদ দিয়েও অনেক অতিরিক্ত ছুটি পাওয়া যায়। আজকের প্রতিবেদনে জানা যাবে ডিসেম্বর মাসের ছুটি সম্পর্কে (School Holiday List)। জাতীয় ছুটি অবশ্য সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুলই পালন হয়। কিন্তু রাজ্য ভেদে ছুটির তালিকা এবং মোট ছুটির দিনের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে বিভিন্ন স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও পালন করা হয়। জানুন আগামী মাস অর্থাৎ ডিসেম্বরে কত দিন স্কুল ছুটি থাকবে? একনজরে দেখুন ভারতে স্কুল ছুটির তালিকা : অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দিন এবং তারিখ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ বড়দিনের আগের দিন সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ বড়দিন রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ নববর্ষের আগের দিন। এই ছুটি বাদেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের জন্য আলাদা ছুটি দিয়ে থাকে। ছুটির এই তালিকা থেকে স্পষ্ট, ফের ডিসেম্বর মাসে টানা তিন দিন ছুটি পাওয়া যাবে। দুবার। টানা এই ছুটি আবার রয়েছে পর পর উৎসবের মরশুমে। বড়দিন এবং নববর্ষ। সুতরাং সেই সময় ঘুরতে যাওয়ার জন্য নতুন করে প্ল্যান করা যেতে পারে। আর ঘুরতে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করলে পস্তাতেও হবে।

Advertisements