New Train Time Table: নর্থ বেঙ্গলের একাধিক ট্রেনের সময়সূচির পরিবর্তন হচ্ছে, দেখে নিন একনজরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Train Time Table: ভারতীয় রেল হল দেশের পরিবহন ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম একটি পরিবহন ব্যবস্থা যা গোটা দেশে ছড়িয়ে আছে শিরা উপশিরার মত। সম্প্রতি ভারতীয় রেল তার কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের সময়সূচিতে আনলো পরিবর্তন। উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে ছাড়ে সেরকম একাধিক ট্রেনের সময়সূচিতেই আনা হয়েছে পরিবর্তন।

Advertisements

তালিকায় আছে উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন। যেমন, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাজিরাঙা এ্ক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ইত্যাদি। এই সবকটি ট্রেনেরই সময়ের পরিবর্তন (New Train Time Table) হয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম জনপ্রিয় ট্রেনগুলি হল এইকটি। তবে আরও বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতেও খানিক পরিবর্তন এসেছে। আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানতে পারবেন এই সময়সূচি সম্পর্কে।

Advertisements

তবে সময়ের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনা হচ্ছে না এই ট্রেনগুলোতে। আগে দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছত ৫টা বেজে ৩০ মিনিটে। নতুন সময় অনুসারে দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছবে ৫টা বেজে ৪০ মিনিটে। শুধুমাত্র দার্জিলিং মেল নয় সময়ের পরিবর্তন (New Train Time Table) হচ্ছে পদাতিক এক্সপ্রেসেরও। আগে অবশ্য পদাতিক এক্সপ্রেস ৬টা বেজে ৪৫ মিনিটে শিয়ালদায় পৌঁছতো কিন্তু এখন থেকে আগের সময়ের বদলে ৬টা বেজে ৫০ মিনিটে শিয়ালদায় আসবে। সময়ের যে বিরাট হেরফের হয়েছে তা নয় কোথাও ৫ মিনিট কিংবা ১০ মিনিটের হেরফের লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements

আরো পড়ুন: মারণরোগের রেলগাড়ি, পাঞ্জাবের এই ক্যান্সার ট্রেন দেশের জন্য অশনিসংকেত

তালিকায় আছে আরো একটি জনপ্রিয় উত্তরবঙ্গগামী ট্রেন। পুরনো সময়সূচী অনুসারে কাজিরাঙা এক্সপ্রেস কলকাতায় আসত ১১টা বেজে ৫৫ মিনিটে। কিন্তু এখন থেকে এই ট্রেন শিয়ালদা এসে পৌঁছাবে ১২টা বেজে ৫ মিনিটে। এছাড়াও, গৌড় এক্সপ্রেস এবার আসবে ৪টে বেজে ৪০ মিনিটে। আগে শিয়ালদায় আসত ৪টে বেজে ৩৫ মিনিটে। তালিকায় অন্যতম আরেকটি জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন হল, বালুরঘাট হাওড়া এক্সপ্রেস। এটি শিয়ালদায় আসবে ৪টে বেজে ২৫ মিনিটে।

উত্তরবঙ্গগামী বেশকিছু ট্রেনে সময়ের পরিবর্তন (New Train Time Table) আনা হয়েছে। এই ছুটির মরশুমে অনেকেই উত্তরবঙ্গে ঘুরতে যাবেন। তাই যারা উত্তরবঙ্গে যাবে বলে প্ল্যান করছেন টিকিট কাটার আগে এই নতুন সময়সূচিগুলো সম্পর্কে অবগত হয়ে নিন।

Advertisements