Hero Electric Bike: দেখে নিন হিরো ইলেকট্রিক বাইকের তাক লাগানো নতুনত্ব সব ফিচার্স

Prosun Kanti Das

Published on:

Advertisements

Hero Electric Bike: জ্বালানির বাড়তি দাম এবং পরিবেশের দূষণের কথা চিন্তা করে ইদানিং জ্বালানি বাইকের তুলনায় অনেকাংশেই চাহিদা বেড়ে গেছে ইলেকট্রিক বাইকের। বর্তমানে অবশ্য ইলেকট্রিক স্কুটারের বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখনো ভারতীয় বাজারে বৈদ্যুতিক মোটরসাইকেলের সেরকম কোন অপশন নেই তাই মানুষের সুবিধার্থে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেশি লক্ষ্য করা যায়। মার্কেটে বেশ কয়েকটি নামিদামি কোম্পানি ইতিমধ্যেই লঞ্চ করে ফেলেছে তাদের ইলেকট্রিক স্কুটার এবং এর মধ্যে অন্যতম ওলা ইলেকট্রিক (Ola Electric)। স্বাধীনতা দিবসে সংস্থা তাদের প্রথম ই-বাইক লঞ্চ করেছে। ভারতের বৃহত্তম টু হুইলার কোম্পানি হিরো মোটোকর্প এবার হাঁটতে চলেছে ওলার দেখানো পথ ধরে।

Advertisements

গ্রাহকদের সামনে খুব শীঘ্রই তারা তুলে ধরতে চলেছে নতুন ধরনের টু হুইলার। দুই চাকার মার্কেটে এক অন্যতম আলোড়ন সৃষ্টি করতে চলেছে হিরোর এই নতুন ই- বাইক। তবে হিরো মার্কেটে এই গাড়ি লঞ্চ করতে চলেছে মার্কিন এক সংস্থার হাত ধরে। আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লেই তা বিস্তারিতভাবে জানতে পারবেন আপনারা।

Advertisements

হিরো মার্কেটে (Hero Electric Bike) এই ইলেকট্রিক বাইক আনতে চলেছে মার্কিন ইলেকট্রিক ভেহিকেল পার্টনার জিরো মোটরসাইকেলস-এর সঙ্গে হাত মিলিয়ে। এই ব্যাটারিচালিত মোটরসাইকেল গ্রাহকের মধ্যে এক নতুন উন্মাদনার সৃষ্টি করবে। আসলে হিরোর এই মডেলটি হল একটি মিনি-বাইক। শহরের রাস্তায় চলার জন্য এই ধরনের গাড়ি একেবারে আদর্শ।

Advertisements

আরো পড়ুন: অভাবনীয় মাইলেজ, অভূতপূর্ব ডিসকাউন্ট মিলছে Hero-এর এই নতুন ই-স্কুটারে

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মিনি বাইকটির (Hero Electric Bike) পেটেন্ট এর নকশা। বাইক প্রেমীদের মধ্যে অবশ্যই এই নয়া মডেল সাড়া ফেলবে। গোটা বিশ্ব যাতে অত্যাধুনিক প্রযুক্তির স্বাদ নিতে পারে তার চেষ্টায় রয়েছে এই আমেরিকার কোম্পানিটি। হিরোর মিনি বাইকে রিমুভেবল ব্যাটারি দেওয়া হচ্ছে। এদিকে বর্তমানে জিরো-র সমস্ত মডেলে রয়েছে ফিক্সড ব্যাটারি। ক্রেতারা খুব সহজেই যেকোন জায়গায় ব্যাটারি খুলে চার্জ দিতে পারবেন এবং এই কারণেই কোম্পানি এই ব্যবস্থাটি করেছে।

তবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, মার্কেটে হিরো’র যে নতুন মিনি ইলেকট্রিক বাইক (Hero Electric Bike) লঞ্চ হতে চলেছে সেই প্রসঙ্গে বিশেষ কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে এই নয়া মডেল। তবে ভারতে এই মডেলটি আদৌ লঞ্চ হবে কিনা সেই বিষয়ে এখন অব্দি কিছু জানা যায়নি। এর পেছনের আসল কারণ হলো, ছোট বাইক এদেশের জন্য নির্মাণ করা হচ্ছে না। এর আগে Honda Navi মিনি বাইক বাজারে এসেছিল। কিন্তু ক্রেতাদের মনে সেই বাইকটি দাগ কাটতে পারেনি।

Advertisements