Check out Jagaddhatri Puja 2023 schedule at a glance: বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো, যার জন্য গোটা একটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সমস্ত বাঙালি। শুধুমাত্র এ দেশে নয় বিদেশেও এই পুজো জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করা হয়।কিন্তু কৃষ্ণনগরবাসীর কাছে ব্যাপারটা একটু অন্যরকম। দুর্গাপুজোর পরেও তাদের মনে বিষাদের সুর বাজেনা বরং তারা অপেক্ষা করে থাকে জগদ্ধাত্রী পুজোর জন্য (Jagadhatri Puja 2023)। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় হুগলি এবং নদীয়াতে লক্ষ্য করা যায় জগদ্ধাত্রী পুজোর আড়ম্বর।
কৃষ্ণনগরে এই পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। শোনা যায় তিনি নবাব আলীবর্দির কাছ থেকে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করেন। তাকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হয় এবং যেদিন তাকে মুক্তি দেওয়া হয়েছিল সেদিন রাজা ঘাটে এসে বুঝতে পারেন তখন বিজয়া দশমীর বিষাদের সুরে ভরে গেছে গোটা কৃষ্ণনগর। অর্থাৎ তিনি দুর্গাপূজা অতিক্রম করে এসেছেন। এতে রাজা অত্যন্ত দুঃখ পেয়েছিলেন কিন্তু সেই রাতে দুর্গা জগদ্ধাত্রী রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গার পুজো করার আদেশ দিয়েছিলেন। সেই থেকে কৃষ্ণনগরে দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীকে পুজো শুরু করেন রাজা কৃষ্ণচন্দ্র।
হুগলির চন্দননগরে বরাবরই আমরা দেখে এসেছি চার দিন ধরে ধুমধাম করে পূজা করা হয় মা জগদ্ধাত্রীকে। কিন্তু নদীয়ার ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। মূলত নদীয়ার কৃষ্ণনগরে নবমীর দিন মাকে সমস্ত নিয়ম রীতি মেনে পুজো করা হয়ে থাকে। তাই দুর্গাপুজোর পরেই কৃষ্ণনগরের মানুষ অপেক্ষা করে থাকে জগদ্ধাত্রী পুজোর জন্য। তাদের কাছে ওই একটি দিনের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চটজলদি জেনে নিই এবছর কবে এবং কোন শুভ সময়ে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2023) সম্পন্ন হবে।
হুগলিতে আগে শুরু হয়ে গেলেও নদীয়ার কৃষ্ণনগরে এ বছরের জগদ্ধাত্রী পূজার শুরু হবে নভেম্বর মাসের ২১ তারিখে (Jagadhatri Puja 2023)। অর্থাৎ বাংলা মাস হিসাব করলে অগ্রহায়ণ মাসের ৪ তারিখে। বাংলা পঞ্জিকা অনুসারে, অক্ষয় নবমী ব্রত। নদীয়ার কৃষ্ণনগরে একদিনে সম্পন্ন হয় মার পুজো। কিন্তু নবমী হলেও সাথে সাথে পালন করা হয় সপ্তমী এবং অষ্টমীর সমস্ত রীতিনীতি। গোটা কৃষ্ণনগরবাসী দুর্গাপুজোর দশমীর দিন থেকেই দিন গুনতে শুরু করে কবে আসবে তাদের প্রিয় পুজো জগদ্ধাত্রী পুজো।
পুজোর (Jagadhatri Puja 2023) শুভ মুহূর্ত শুরু হবে ২১ নভেম্বর ভোর ৩টে ১১ টা থেকে আর নবমী মুহূর্ত শেষ হবে ২২ নভেম্বর সকাল ৯টা ০৩ টা পর্যন্ত। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী জগদ্ধাত্রীর তিনটি চোখ এবং চারটি হাত।চারটে হাতে দেবীর থাকে শাঁখ, চক্র, তীর ও ধনুক। সিংহের ওপর বসে থাকেন মা জগদ্ধাত্রী, এই সিংহ আবার দাঁড়িয়ে থাকে হাতির ওপর।