5 Offbeat Travel Destinations: দার্জিলিং ঘুরতে যাওয়ার দিন শেষ! এবার পাহাড়ের এই ৫ জায়গায় ভিড় জমাচ্ছেন পর্যটকরা

Prosun Kanti Das

Published on:

Check out these 5 Offbeat Travel Destinations for this Summer Vacations: প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা সবার। প্রখর রোদ্রের তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বেশিরভাগ স্কুলগুলিতে ইতিমধ্যে গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এই সময় ছুটি কাটাতে একটু ঠান্ডা এলাকায় যেতে পারলে মন্দ হয় না। অনেকেই একটু আরামের খোঁজে গরমের ছুটি কাটাতে চলে যান দার্জিলিংয়ে। আপনিও যদি তেমন কিছু ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আজকের প্রতিবেদনে রইল গরমের ছুটি কাটানোর সেরা ৫ টি ঠিকানার খোঁজ (5 Offbeat Travel Destinations)।

বাগোরা

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ফিট উপরে অবস্থিত বাগোরা। চারিদিকে সবুজে ঘেরা একটি গ্রাম। শুধু গরমের ছুটি নয় বছরের যে কোন সময় শান্তিতে নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর জন্য সেরা ঠিকানা বাগোরা। মোবাইলের নেটওয়ার্ক সবসময় ঠিক মতো ধরে না ঠিকই, তবে চারিদিকের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আপনাকে সেই দুঃখ ভুলিয়ে দেবে।

রঙ্গিত মাজোয়া

বর্ষাকাল বাদ দিয়ে বছরের যেকোনো সময় ঘুরতে যেতেই পারেন এই গ্রামে। একই সাথে পর্বত ও জঙ্গল দেখার সুযোগ পাওয়া যায় রঙ্গিত মাজোয়ায় (5 Offbeat Travel Destinations)। জঙ্গল, পাহাড়, পাখি, ফুলের সমাহারের মাঝে নিরিবিলিতে সময় কাটানোর জন্য বেশ উপযোগি গ্রামটি। এখনো পর্যন্ত এই গ্রামে পর্যটকদের ভিড় তেমনভাবে লক্ষ্য করা যায় না। যারা শুধু বিশ্রাম নেবার জন্য ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য এই গ্রামটি আদর্শ স্থান।

ভালুক হোপ

কালিম্পং-এর খুব কাছে অবস্থিত একটি গ্রাম ভালুক হোপ। শহরের ভিড়ভাট্টা, হৈচৈ ছেড়ে কিছুদিন নিরিবিলিতে কাটাতে চাইলে এই গ্রামে যেতেই পারেন। বছরের যে কোন সময় ঘুরতে যাওয়ার জন্য জায়গাটি উপযুক্ত। এখানকার হোমস্টে গুলিও বেশ ভালো। ভালুক হোপ থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবর্ণনীয়।

আরও পড়ুন 👉 NH 10: টানা তিন দিন বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক, অন্য পথে কালিম্পং-সিকিম যেতে হবে পর্যটকদের

ইয়েলবং

ভার্জিন ডেস্টিনেশন গুলির তালিকায় অন্যতম নাম ইয়েলবং গ্রামের (5 Offbeat Travel Destinations)। পর্যটকের পরিমাণ সামান্য বাড়লেও, এখনো পর্যন্ত তা ভিড়ের পর্যায়ে পৌঁছয় নি। পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রামটিতে আরাম করে ২-৩ দিন কাটিয়ে আসতে পারেন। এখানকার হোমস্টে গুলির ব্যবস্থাও বেশ ভালো

লিংসে

অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম লিংসে। কালিম্পং-এর নিকটস্থ এই ছোট্ট গ্রামে রয়েছে ইকো ট্যুরিজমের ব্যবস্থা। পাহাড়ে ঘেরা গ্রামটিতে প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার রয়েছে। মূলখারকা হ্রদের নাম তো অনেকেই শুনেছেন। এই হ্রদ থেকে হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় লিংসে গ্রামে। শহরের ব্যস্ত জীবনযাত্রা থেকে দূরে কিছুটা সময় নিরিবিলিতে কাটানোর জন্য এই গ্রামটিও কিন্তু যথোপযুক্ত।