Buying Second Hand Car: বাপের জন্মেও ঠকাতে পারবে না, শুধু পুরাতন গাড়ি কেনার সময় মানতে হবে এই ৪ টিপস

Check out these things while Buying a Second Hand Car: অনেক মানুষই আছেন যারা গাড়ি অত্যন্ত পছন্দ করেন এবং আশা করেন নিজস্ব একটি গাড়ি রাখার। তবে সাধ থাকলেই সব সময় সাধ পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। কারণ মধ্যবিত্ত মানুষদের সবার প্রথম ভাবতে হয় নিজের পকেটের কথা। পকেটের টানের কথা ভাবতে গিয়ে সাধের নতুন গাড়ি আর কিনে ওঠা সম্ভব হয় না। কারণ নতুন গাড়ি কিনতে গেলে এককালীন বেশ অনেকটাই মোটা টাকা পকেট থেকে বের করতে হয়। এই কারণেই অনেকে পুরোনো অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার (Buying Second Hand Car) পরিকল্পনা করেন।

তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে (Buying Second Hand Car) গেলে অবশ্যই কয়েকটি বিশেষ টিপস মাথায় রাখতে হয়। অন্যথায় পুরনো গাড়ি কিনে আরো বেশি পস্তাতে হয়। আর এই কয়েকটি বিষয় নজরে রেখে পুরনো গাড়ি কিনলে আপনার সেই গাড়ি চালানোর আনন্দ দ্বিগুণ হয়ে উঠতে পারে। আজ এই প্রতিবেদন থেকে জেনে নিন পুরনো কোনো গাড়িকে নিজের করে পেতে চাইলে কি কি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এই ৪ টি বিশেষ টিপস মেনে চললেই আপনাকে পুরনো গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আর ভুগতে হবে না।

১) পুরনো গাড়ি কিনতে গেলে প্রথমেই ভাবতে হয় সেই গাড়ির স্বাস্থ্য সম্পর্কে। এ ক্ষেত্রে গাড়ির ইন্টেরিয়ার গুলি অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে সিট, ড্যাশবোর্ড, গাড়ির অন্দরসজ্জা ইত্যাদি সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। গাড়ির ভিতরের সরঞ্জাম গুলি দেখার পাশাপাশি গাড়ির বাইরের অংশ কেমন আছে সেগুলি ও দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২) পুরনো গাড়ি কেনার (Buying Second Hand Car) আগে সেই গাড়ির ট্র্যাক রেকর্ড যাচাই করে নেওয়া অবশ্যই প্রয়োজন। সেই গাড়ির পূর্ব দুর্ঘটনার খবর, গাড়িটির মাইলেজ ইত্যাদি বিষয় অবশ্যই জেনে নিয়ে তবেই পুরনো গাড়ি কেনার দিকে অগ্রসর হওয়া উচিত।

আরও পড়ুন 👉 TATA Tigor CNG: EV গাড়ি ভুলে যাবেন! TATA আনছে নতুন প্রযুক্তির গাড়ি, নিমেষে হবে ম্যাজিক

৩) পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ন বিচার্য বিষয় হলো গাড়ির ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন দেখে না নিলে পরবর্তীকালে বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। তাই এটি পুরনো গাড়ি কেনার আগে দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গাড়ির ইঞ্জিনের অবস্থা যদি খুব একটা ভালো না হয় সে ক্ষেত্রে ওই গাড়ি কেনা থেকে এড়িয়ে যাওয়াই ভাল। সেই সঙ্গে গাড়িটি আপনি কেনার আগে পর্যন্ত কত কিলোমিটার চলেছে সেই দিক টিও দেখে নেওয়া প্রয়োজন।

৪) একটি শোরুমের দক্ষ মেকানিক সৌরভ বেসরা জানিয়েছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার (Buying Second Hand Car) ক্ষেত্রে গাড়িটির কাগজ পত্র অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নেওয়া প্রয়োজন। গাড়ির বীমার কাগজ পত্র যাবতীয় গুরুত্বপূর্ন নথি ঠিক থাকলে তবেই সেই সেকেন্ড হ্যান্ড গাড়িটি কেনা উচিত।