Snowfall in Winter: কম সময় ও কম খরচে স্নো ফলের আনন্দ পেতে ছুটে যান এই সমস্ত শীতের দেশে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Snowfall in Winter: সামনেই আসছে শীত। শীত মানে যেমন একদিকে জমিয়ে পিঠে-পুলি খাওয়া, তেমনি অন্যদিকে এদিক-ওদিক ঘুরে বেড়ানো। শীত মানেই মনটা শুধু বরফের দেশে ছুটে যেতে চায় একবার স্নোফল (Snowfall in Winter) দেখার জন্য। কিন্তু সবসময় সেই সময় বা সুযোগ হয়ে ওঠেনা দূর দূরান্তে পাড়ি দেওয়ার। তার কারণ ভারতে বসে তুষারপাত দেখতে হলে যেতে হবে – কাজ়া, মুন্সিয়ারি, কেদারকণ্ঠ, অউলি, কুয়ারি পাস ও গুলমার্গ। তবে এই প্রতিটা জায়গা কিন্তু অনেকটা দূরে এবং বেশ খরচ সাপেক্ষ। কাশ্মীর, হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডে যেতে গেলে সময় এবং টাকা দুটোই বেশি লাগে। আচ্ছা ভাবুন তো যদি আপনার বাড়ির কাছেই কোথাও তুষারপাত দেখতে পান তবে কেমন হবে? তাহলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়লে জানতে পারবেন এমন কিছু জায়গার নাম।

Advertisements
সিকিমের জুলুক

প্রথমে যে জায়গাটির কথা মাথায় আসে সেটি হল সিকিম। খুব বেশি সময় লাগে না মাত্র এক সপ্তাহের মধ্যেই সিকিমের আনাচে-কানাচে ঘুরে উপভোগ করতে পারবেন। আর এই সিকিমেরই একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো জুলুক। সামনেই ডিসেম্বর মাস। আপনারা যদি ডিসেম্বর বা জানুয়ারিতে জুলুকে যেতে পারেন তবে অবশ্যই উপভোগ করতে পারবেন তুষারপাত (Snowfall in Winter)। তার কারণ এই সময়ে সারা জুলুক যেন সাদা বরফের চাদরে আবৃত হয়ে থাকে। এমনকি জুলুকের জিক-জ্যাক রোড পর্যন্ত সাদা চাদরে যেন মুড়ে থাকে। এছাড়া এখানে গেলে কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে যাবে। জুলুক থেকে যদি আপনারা আরেকটু দূর যেতে পারেন, তবে সেখানেই রয়েছে কুপুপ, নাথাং ভ্যালি ও বাবা মন্দির। সেখানেও বরফের কমতি নেই।

Advertisements

আরো পড়ুন:

Advertisements
সিকিমের ছাঙ্গু

সিকিমের সাথে সাথে যে জায়গাটির নাম সর্বদা তালিকায় থাকে সেটি হল গ্যাংটক। তবে গ্যাংটক যদি আপনার তালিকাতে থাকে তবে অবশ্যই সেই তালিকাতে রাখুন ছাঙ্গুকে। যারা শীতকালে অসাধারন স্নোফলে (Snowfall in Winter) নিজেদের গা ভাসাতে চান তাদের জন্য উপযুক্ত জায়গা হল ছাঙ্গু লেক। কিন্তু শীতে কিন্তু মারাত্মক ঠান্ডা থাকে এই ছাঙ্গু লেকে। এখান থেকে আপনারা বাবা মন্দির, নাথুলা পাস এই সমস্ত জায়গাও ঘুরে আসতে পারেন। তবে এই জায়গাগুলোতে গেলেও তুষারপাতের দেখা মিলবে।

আরো পড়ুন:

অরুণাচল প্রদেশের তাওয়াং

যদিও সবার তালিকায় প্রথমেই দার্জিলিং, ভুটান, সিকিম ওগ্যাংটকের নাম লিখে রাখেন। তবে অরুণাচল প্রদেশও কিন্তু কোন অংশে কম নয়। আপনার যদিও শীতকালে অরুণাচল প্রদেশে যান তবে অবশ্যই কিন্তু তুষারপাত দেখতে পারবেন। অরুণাচল প্রদেশে ১০ হাজার ফুট উঁচুতে রয়েছে তাওয়াং। এখানে শিলা লেকে সর্বদাই বরফ জমা থাকে। তবে এই সমস্ত জায়গায় ঘোরার আদর্শ সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময়ের মধ্যে গেলেই আপনারা তুষারপাতের দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন।

তুষারপাত দেখার সেরা মরসুম সাধারণত ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম দিকে। এই মাসগুলিতে, প্রচন্ড ঠান্ডা থাকে এবং তুষারপাতের সম্ভাবনা থাকে। জানুয়ারী প্রায়শই তুষারপাতের সর্বোচ্চ মাস, শীতের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং বরফের উপর নানা কার্যকলাপের সুযোগ পাওয়া যায়।

Advertisements