Check Pending Challan: আপনার নামে কোনো বকেয়া চালান নেই তো! বুঝে নিন এই সহজ পদ্ধতিতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

How to find out if there is an outstanding challan in your name: বর্তমান সমাজ আজকাল খুবই উন্নত। সেই উন্নতির ছোঁয়া লেগেছে পরিবহন ব্যবস্থাতেও। যানবাহনের সংখ্যা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সমান তাল দিয়ে বেড়ে চলেছে পরিবহনের নিয়ম ভঙ্গকারীর সংখ্যা। বাইক চালকরা এমন অনেক নিয়মই আছে যা সঠিকভাবে জানে না। যদি রাস্তায় গাড়ি চালানো সবাই কোন ভুল আপনি করেন তাহলে কিন্তু আপনার নামের ট্রাফিক পুলিশ চালান কাটবে। কিন্তু যদি আপনি এই চালান সম্পর্কে জানতে না পারেন তাহলে কি করবেন? সেই পদ্ধতি আপনাকে জানতে হবে (Check Pending Challan)।

Advertisements

ভবিষ্যতে যাতে কোন রকম বকেয়া চালানের জন্য আপনাকে সমস্যায় পড়তে না হয় সেই ব্যবস্থা নিতে হবে। জেনে নিতে হবে কি কি বকেয়া চালান আছে আপনার নামে। বড় শহর এবং হাইওয়ের রাস্তাগুলোতে ট্রাফিক পুলিশ সব সময় নজরদারি করে, নিয়ম ভঙ্গ করলেই আপনার নামে চালান কাটা হতে পারে। তারপরেই আপনাকে দিতে হবে জরিমানা। এমন অনেক জায়গা আছে যেখানে ট্রাফিক পুলিশ থাকেনা তবুও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় ট্রাফিক নিয়ম ভঙ্গের ঘটনা। আপনাকে জেনে নিতে হবে আপনার নামে কতগুলো চালান কাটা আছে (Check Pending Challan)।

Advertisements

সাথে সাথেই সেই নিয়ম ভঙ্গের খবর কন্ট্রোল রুমে থাকা আধিকারিক এর কাছে পৌঁছে যায়। অবশ্যই বকেয়া চালান সঠিক সময়ের মধ্যে মিটিয়ে দেওয়া উচিত। মিটিয়ে নেওয়ার জন্য আপনাকে নিতে হবে উপযুক্ত পদক্ষেপ। কিভাবে বুঝবেন আপনার নামে কতগুলো বকেয়া চালান (Check Pending Challan) আছে? জেনে নিন সেই পদ্ধতি।

Advertisements

যদি আপনার নামে চালান কাটা হয় তাহলে সেই তথ্য SMS এর মাধ্যমে আপনার বৈধ মোবাইল নম্বরে পৌঁছে যাবে। আপনি যদি কোনো কারণে সেই SMS এড়িয়ে যান তাহলে আপনি কেন্দ্রের পরিবহণ ওয়েবসাইট যেটি হল – https://echallan.parivahan.gov.in/ সেখানে ভিজিট করতে পারেন। ওই পেজে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর অথবা ইঞ্জিন নম্বর ইত্যাদি দিতে হবে ‘Get Detail’ অপশনে ক্লিক করে। পরবর্তী পেজে আপনার নামে যা যা বকেয়া (Check Pending Challan) ই-চালান রয়েছে তা চলে আসবে। কোথায়, কিভাবে ও কখন কোন অপরাধের জন্য আপনার নামে চালান কাটা হয়েছে সেটা আপনি জানতে পারবেন।

আপনি যদি অনলাইনে আপনার বকেয়া চালান দিতে চান তাহলে প্রথমে আপনাকে ‘Pay Now’ অপশনে ক্লিক করতে হবে। সেই পেমেন্ট পেজে গিয়ে আপনাকে বকেয়া অর্থ জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর একটি রিসিট পাবেন, সেটি আপনি রেফারেন্স হিসেবে রেখে দিতে পারেন। আপনি চাইলে থানাতে গিয়েও এই চালান জমা দিতে পারেন। জানেন কি ট্রাফিক নিয়ম অনুসারে চার চাকা থেকে দুই চাকার চালকরা বেশি জরিমানা দেন। যদি কোনো কারণে আপনি কোনো প্রয়োজনীয় নথি নিতে ভুলে যান তাহলে ডিজিলকারের সাহায্য নিয়ে সেই নথি কর্মরত পুলিশকর্মীকে দেখাতে পারেন।

Advertisements