BSNL Long Validity Plan: Jio, Airtel-এর চেয়ে অনেক সস্তা! BSNL-এর ১৬০ একটি প্ল্যান দিচ্ছে আনলিমিটেড কল, আনলিমিটেড ইন্টারনেট

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রযুক্তি এবং পরিষেবার দিক দিয়ে ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে পিছিয়ে পড়লেও অফারের দিক দিয়ে কিন্তু এই টেলিকম সংস্থার তুলনা হবে না। এই টেলিকম সংস্থার এমন সব রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি Jio অথবা Airtel-এর তুলনায় অনেক সস্তা।

রিচার্জ প্ল্যানের খরচের নিরিখে বিএসএনএল অনেক সস্তায় পরিষেবা দিয়ে থাকলেও এখনো পর্যন্ত তারা 4G পরিষেবা লঞ্চ করতে না পারার কারণে দিন দিন গ্রাহক সংখ্যা হারাচ্ছে। তবে সে সব দিন ভুলে এখন এগিয়ে যেতে মরিয়া এই টেলিকম সংস্থাটি। তারা খুব তাড়াতাড়ি 4G পরিষেবা লঞ্চ করতে চলেছে। খুব সম্ভাব্য সময় হিসেবে চলতি বছর আগস্ট মাসেই দেশজুড়ে 4G পরিষেবা চালু হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।

এসবের মধ্যেই বিএসএনএল-এর লম্বা ভ্যালিডিটির (BSNL Long Validity Plan) যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে তার মধ্যে ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান অন্যতম জনপ্রিয় রিচার্জ প্ল্যান হিসেবে পরিণত হয়েছে। কেননা এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ১৬০ দিনের ভ্যালিডিটি পান। শুধু ১৬০ দিনের ভ্যালিডিটি নয়, এর পাশাপাশি আরও একগুচ্ছ সুবিধা গ্রাহকদের সামনে তুলে ধরা হয়।

আরও পড়ুন ? BSNL 5G Future Plan: Jio, Airtel-এর একচেটিয়ার দিন শেষ! এবার 5G নিয়ে মেগা এন্ট্রির পরিকল্পনা BSNL-এর

৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা যেমন ১৬০ দিনের ভ্যালিডিটি পান, ঠিক সেই রকমই পাওয়া যায় ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস। আনলিমিটেড কলের পাশাপাশি আনলিমিটেড ডেটার সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিদিন 2gb ডেটা হাই স্পিড ডেটা হিসাবে দেওয়া হয়ে থাকে এবং তারপর ৪০ কেবিপিএস স্পিডে ইন্টারনেট করার সুযোগ দেওয়া হয়।

এছাড়াও এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা হার্ডি গেমস, চ্যালেঞ্জার এরিনা গেমস, Gameon and Astrotell, Gameium, Lysyn Podocast, জিং মিউজিক, WOW এন্টারটেইনমেন্ট, বিএসএনএল টিউনস ১৬০ দিনের জন্য দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যান দেশের বিভিন্ন সার্কেলের পাশাপাশি পশ্চিমবঙ্গ সার্কেলেও চালু রয়েছে। সস্তায় এই রিচার্জ প্ল্যান যে সকল সুবিধা দিয়ে আসছে তা সাধারণত অন্য কোন নেটওয়ার্ককে পাওয়া যায় না বলেই দাবি করা হচ্ছে টেক বিশেষজ্ঞদের তরফ থেকে।