Jio 349 Plan Facilities: দাম বাড়িয়ে চরম চাপে জিও! শেষমেষ ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানে জুড়লো নতুন সুবিধা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা মুকেশ আম্বানির জিও (Jio) গত ৩ জুলাই তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানো হয়েছে ১২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ। রিচার্জ প্ল্যানগুলির দাম বিপুল পরিমাণে বৃদ্ধি করার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। তবে জিও এবং অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর লক্ষ্য করলে দেখা যাবে বহু গ্রাহক বেসরকারি টেলিকম সংস্থা ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এ নাম লেখাচ্ছেন। স্বাভাবিকভাবেই বেসরকারি টেলিকম সংস্থাগুলির পাশাপাশি চাপ বাড়ছে দেশের এক নম্বর টেলিকম সংস্থা মুকেশ আম্বানির জিওরও। এসবের পরিপ্রেক্ষিতে জিও এবার নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে।

Advertisements

দাম বাড়ানোর পর জিওর যে রিচার্জ প্ল্যানটি ২৯৯ টাকায় পাওয়া যেত এখন সেটির পিছনে খরচ করতে হবে ৩৪৯ টাকা (Jio 349 Plan Facilities)। আগের তুলনায় এই রিচার্জ প্ল্যানটির দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। সংস্থা যখন দাম বাড়িয়ে চাপে পড়েছে সেই সময় এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে নতুন সুবিধা যোগ করে দিল। যদিও ডেটার পরিমাণ অথবা এসএমএস সংখ্যা বৃদ্ধি করেনি। তবে যে সুবিধা যোগ করেছে তাতে কিছু গ্রাহক যত খুশি হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Habra-Medinipur Bus Service: সহজ হচ্ছে হাবড়া-মেদিনীপুর-হাবড়া সোজা যাতায়াত, দেখে নিন নতুন নতুন বাসের সময়সূচী

সংস্থার তরফ থেকে ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানটির সঙ্গে Hero 5G সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সুবিধা প্রদান করে সংস্থার তরফ থেকে 5G হ্যান্ডসেট রয়েছে এই রকম গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়াও যে সকল গ্রাহকরা 5G ব্যবহার করেন তাদের এটি হলো সর্বনিম্ন রিচার্জ। এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে গ্রাহকরা আর কি কি সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক।

৩৪৯ টাকা রিচার্জ করলে প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস রয়েছে। যে সকল গ্রাহকরা ফোরজি হ্যান্ডসেট ব্যবহার করেন তারা দিনে সর্বাধিক ২ জিবি হাইস্পিড ডেটা পাবেন। তবে ২ জিবি হাইস্পিড ডেটা শেষ হয়ে যাওয়ার পরও তারা ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন। এছাড়াও রয়েছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন।

Advertisements