Padma Award 2024 full list: মিঠুন থেকে ঊষা উত্থুপ, রতন কাহার থেকে গাছ দাদু! দেখে নিন পদ্ম সম্মানের পুরো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রজাতন্ত্র দিবসের আগে প্রতি বছর পদ্ম অ্যাওয়ার্ড (Padma Award 2024) প্রাপকদের নাম ঘোষণা করা হয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে। প্রথম এনে এই বছরও পদ্ম প্রাপ্তদের নাম ঘোষণা করল কেন্দ্র। ২৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এই তালিকা কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয়। আর সেই তালিকা প্রকাশ পেতেই দেখা যায়, প্রান্তিক এলাকার রতন কাহার থেকে শুরু করে গাছ দাদু, শিল্পী মিঠুন চক্রবর্তী থেকে ঊষা উত্থুপের মত শিল্পীরাও এবার পদ্ম সম্মানে সম্মানিত হতে চলেছেন।

Advertisements

পদ্মতালিকায় বাঙালিরা: ১) মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন ছৌ নাচের জন্য মুখোশ তৈরির কারিগর শ্রী নেপাল চন্দ্র সূত্রধর। তিন পুরুষ ধরে এই কাজ চলে আসছে। কাজের খ্যাতির কারণে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিতি রয়েছে নেপাল চন্দ্র সূত্রধরের। তিনি ২০২৩ সালে প্রয়াত হন।

Advertisements

২) পুরুলিয়ার গাছ দাদু ৭৮ বছর বয়সে পাচ্ছেন পদ্মশ্রী। গাছ দাদুর পুরো নাম হল দুখু মাঝি। তিনি সিন্দ্রি গ্রামের বাসিন্দা। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার নেশায় রুক্ষ্ম মাটিতেও তিনি প্রায় ৫ হাজার গাছ লাগিয়েছেন।

Advertisements

আরও পড়ুন ? Padma Award Ratan Kahar: অবশেষে যোগ্য সম্মান! পদ্মশ্রী পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা রতন কাহার

৩) ‘বড়লোকের বিটি লো’ গান খ্যাত বীরভূমের সিউড়ির রতন কুমার ৮৮ বছর বয়সে পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। তিনি টুসু, ঝুমুর, ভাদু লোকগীতির জন্য সুপরিচিত। জীবনে অনেক গান রচনা করলেও সাধারণ মানুষ ছাড়া সেই ভাবে তিনি কোথাও সম্মান পাননি। তার কাছে এই সম্মান সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন তিনি।

৪) মৃৎশিল্পী হিসাবে পদ্মশ্রী পাচ্ছেন ৬৮ বছর বয়সী সনাতন রুদ্র পাল। সাবেকি দুর্গা প্রতিমা তৈরি করার জন্য তার জুড়ি মেলা ভার।

এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন নারায়ণ চক্রবর্তী, গীতা রায় বর্মন এবং তাগদিরা বেগম।

দেশের অন্যান্য প্রান্ত থেকে প্রাপ্ত পদ্মশ্রী প্রাপ্তদের নাম: অসমের মাহুত পার্বতী বড়ুয়া, ছত্তিশগড়ের যোগেশ্বর যাদব।
ঝাড়খণ্ডের চামি মুর্মু, হরিয়ানার গুরবিন্দর সিং, কেরালার কৃষক সত্যনারায়ণ বেলেরি, কর্নাটকের সমাজকর্মী তথা প্ল্যাস্টিক সার্জেন প্রেমা ধনরাজ, মিজোরামের সমাজকর্মী সাংথানকিমা, ছত্তিশগড়ে আয়ুষ মেডিসিন বিশেষজ্ঞ হেমচন্দ মাঞ্ঝি, আন্দামান ও নিকোবরের কৃষক কে চেল্লামল, কর্নাটকের আদিবাসী সমাজকর্মী সোমান্না, অরুণাচল প্রদেশের হার্বাল মেডিসিন বিশেষজ্ঞ ইয়ানুং জেমো লেগো, বিহারের চিত্রশিল্পী অশোক কুমার বিশ্বাস, কেরালার নৃত্যশিল্পী বালাকৃষ্ণণ সদানম পুথিয়া ভেটিল, অন্ধ্র প্রদেশের প্রথম মহিলা হরিকথা শিল্পী স্বর মহেশ্বরী, উত্তর প্রদেশের শিল্পী বাবুরাম যাদব, অসমের কৃষক সর্বেশ্বর বসুমাতারি, ওডিশার ১০৫ বছরের সংগীতশিল্পী গোপীনাথ সোয়াইন, ত্রিপুরার শিল্পী স্মৃতিরেখা চকমা, মধ্য প্রদেশের সংগীতশিল্পী ওমপ্রকাশ শর্মা।

এছাড়াও রয়েছেন কেরালার নৃত্যশিল্পী নারায়ণ ই পি, মহারাষ্ট্রের মল্লখাম্ব কোচ উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে, গুজরাটের মাইক্রোবায়োলজিস্ট ইয়াজদি মানেকশ ইতালিয়া, বিহারের হস্তশিল্পী দম্পতি শান্তিদেবী পাসওয়ান এবং শিবন পাসওয়ান, মণিপুরের মৃৎশিল্পী মাচিহান সাসা, তেলঙ্গানায় অভিনেতা গাদ্দাম সাম্মাইয়া, রাজস্থানেপ বহুরূপা জানকিলাল, তেলঙ্গানায় বীণাবাদক দাসরি কোন্ডাপ্পা, ওডিশার নৃত্যশিল্পী ভগবত পাধান, তামিলনাড়ুর লোকনৃত্য শিল্পী বদ্রপম এম সিকিমের লেপচা হস্তশিল্পী জোর্ডন লেপচা, রোহন বোপান্না।
উত্তর প্রদেশের খলিল আহমেদ, মধ্য প্রদেশের কালুরাম বামানিয়া, বাংলাদেশ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা, উত্তর প্রদেশের নাসিম বানু, ছত্তিশগড়ের রামলালা বারেথ, হিমাচল প্রদেশের সোম দত্ত বাট্টু, অসমের দ্রোণ ভুঁইয়া, তেলঙ্গানার এ ভেলু আনন্দ চারি, উত্তর প্রদেশের রামচেত চৌধুরী, ফ্রান্সের শ্যার্লোট চপিন, গুজরাটের রঘুবীর চৌধুরী, তামিলনাড়ুর জো ডি’ক্রুজ, জম্মু ও কাশ্মীরের গুলাম নবি ধর, ত্রিপুরার চিত্ত রঞ্জন দেববর্মা, মহারাষ্ট্রের উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে।

পদ্মশ্রী পাশাপাশি বাংলা থেকে পদ্মভূষণ সম্মানে যারা সম্মানিত হতে চলেছেন তারা হলেন মিঠুন চক্রবর্তী, মরণোত্তর সম্মান পাচ্ছেন রাজনীতিবিদ সত্যব্রত মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ।

দেশের অন্যান্য জায়গা থেকে যারা পদ্মভূষণ পাচ্ছেন তারা হলেন, মরণোত্তর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কেরালার এম ফতেমা বিবি, মহারাষ্ট্রের হরমুসজি এন কামা, কর্নাটকের সীতারাম জিন্দল, তাইওয়ানের ওয়ং লিউ, মহারাষ্ট্রের অশ্বিন বালাচাঁদ মেহতা, মহারাষ্ট্রের রাম নায়েক, গুজরাটের তেজস মধুসূদন প্যাটেল, কেরালার ওলানচেরি রাজাগোপাল, মহারাষ্ট্রের দত্তত্রয় আম্বাদাস মায়ালু, লাদাখের আধ্যাত্মিক গুরু তগদান রিনপোচে মরণোত্তর সম্মান পাচ্ছেন, মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা, বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, তামিলনাড়ুর বিজয়কান্ত, মহারাষ্ট্রের কুন্দন ব্যাস।

পদ্মবিভূষণ সম্মান যারা পাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। মরণোত্তর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক, শিল্পী পদ্ম শুভ্রমণ্যম। এছাড়াও পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন অভিনেত্রী বৈজন্তিমালা বালি, অভিনেতা কোনিদেলা চিরঞ্জীবি।

Advertisements