নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোটের জন্য এর আগে একাধিকবার আইপিএল (IPL) দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার অনেক সময় ভোটের মাঝেই দেশের মাটিতে খেলা হতে দেখা গিয়েছে। তবে এই বছর পুরো লীগের (Tata IPL 2024) দেশের মাটিতেই হবে নাকি আধা আধা তা এখনই বলা সম্ভব নয়। কেননা বৃহস্পতিবার লীগের আধা সূচি (Tata IPL 2024 Schedule) প্রকাশ করা হলো, আর এই আধা সূচি প্রকাশের ফলে লীগের কিছু ম্যাচ বিদেশের মাটিতে সরে যাওয়ার জল্পনাও জিইয়ে রেখে দিলো।
চলতি বছর আইপিএল নিয়ে প্রথম থেকেই জল্পনা তৈরি হয়েছিল, দেশের মাটিতে নাকি বিদেশে হবে এই লীগ। তবে বিসিসিআই (BCCI) প্রথম থেকেই দেশের মাটিতে টুর্নামেন্ট করার জন্য বদ্ধপরিকর ছিল। সেই মতো দেশের মাটিতেই শুরু হতে চলেছে ২০২৪ সালের আইপিএল। যদিও প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করার ফলে পরবর্তী ম্যাচগুলি অন্য কোথাও সরে যেতে পারে সেই জল্পনা দূর হচ্ছে না।
বিসিসিআই আইপিএল ২০২৪ এর জন্য যে প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করেছে সেই সূচি অনুযায়ী দেখা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচ সহ ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই দিনগুলিতে। সূচি অনুযায়ী এবার লীগ শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। ঐদিন চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি উদ্বোধনী ম্যাচ দিয়ে লীগের সূচনা হবে। এবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
আরও পড়ুন ? IPL Auction 2024: লাভের বদলে লোকসান! এবার IPL-এ বড় ক্ষতি মণীশ থেকে শাহরুখ, ৫ ক্রিকেটারের
২২ মার্চ লীগের উদ্বোধন হয়ে যাওয়ার পর বাকি যে ২০টি ম্যাচ রয়েছে সেগুলি হল ২৩ মার্চ পঞ্জাব বনাম দিল্লি, ২৩ মার্চ কলকাতা বনাম হায়দরাবাদ, ২৪ মার্চ রাজস্থান বনাম লখনউ, ২৪ মার্চ গুজরাট বনাম মুম্বই, ২৫ মার্চ আরসিবি বনাম পঞ্জাব, ২৬ মার্চ চেন্নাই বনাম গুজরাট, ২৭ মার্চ হায়দরাবাদ বনাম মুম্বই, ২৮ মার্চ রাজস্থান বনাম দিল্লি, ২৯ মার্চ আরসিবি বনাম কলকাতা, ৩০ মার্চ লখনউ বনাম পঞ্জাব।
The wait is over ?
???????? for the first 2⃣1⃣ matches of #TATAIPL 2024 is out!
Which fixture are you looking forward to the most ? pic.twitter.com/HFIyVUZFbo
— IndianPremierLeague (@IPL) February 22, 2024
৩১ মার্চ গুজরাট বনাম হায়দরাবাদ, ৩১ মার্চ দিল্লি বনাম চেন্নাই, ১ এপ্রিল মুম্বই বনাম রাজস্থান- ১ এপ্রিল, ২ এপ্রিল আরসিবি বনাম লখনউ, ৩ এপ্রিল দিল্লি বনাম কলকাতা, ৪ এপ্রিল গুজরাট বনাম পঞ্জাব, ৫ এপ্রিল হায়দরাবাদ বনাম চেন্নাই, ৬ এপ্রিল রাজস্থান বনাম আরসিবি, ৭ এপ্রিল মুম্বই বনাম দিল্লি এবং লখনউ বনাম গুজরাট। বাকি অন্যান্য ম্যাচের সূচি খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে বিসিসিআই সূত্রে।