নিজস্ব প্রতিবেদন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) শুরু করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করলো ভারত। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে এই সিরিজে টিম ইন্ডিয়া (Team India) প্রথম টেস্টে পরাজিত হয়। প্রথম টেস্টে পরাজয়ের পর কেপটাউনে দ্বিতীয় টেস্টে মাত্র দেড় দিনে টিম ইন্ডিয়া জয়লাভ করে।
দক্ষিণ আফ্রিকার সফরের প্রথম টেস্টে টীম ইন্ডিয়া পরাজিত হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল রয়েছে সেখানে ভারতকে দুমড়ে মুচড়ে নিচে পড়তে দেখা যায়। পয়েন্ট তালিকায় একেবারে ষষ্ঠ স্থান এ নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার থেকে অন্যান্য দেশ যেমন পাকিস্তান, বাংলাদেশ পয়েন্ট তালিকায় অনেক উপরে উঠে যায়। তবে দ্বিতীয় টেস্টে কেপটাউনে মাত্র দেড় দিনে জয় হাসিলের পর এক নিমেষে এই পয়েন্ট টেবিল ওলট-পালট হতে দেখা যায়।
আরও পড়ুন ? Ind SA Test: দক্ষিণ আফ্রিকার মাটিতে দেড় দিনে জয় ভারতের, তার থেকেও বড় নজির মুকেশ কুমারের
কেপটাউনে ভারত দ্বিতীয় টেস্ট জেতার পর রীতিমত world test championship এর যে পয়েন্ট ওয়েবসাইট রয়েছে সেখানে হুড়োহুড়ি লক্ষ্য করা যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় অর্থাৎ ট্রাফিক এতটাই বৃদ্ধি পায় যে কিছুক্ষণের জন্য সেই ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এবার চলছে তৃতীয় রাউন্ড। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড এবং দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় বার কোন দল চ্যাম্পিয়ন হয় তার দিকেই তাকিয়ে সবাই।
ওয়ার্ল্ড test championship এর এই রাউন্ড এবার শুরু হয়েছে ২০২৩ এর অ্যাশেজ সিরিজ থেকে। টিম ইন্ডিয়া এই সাইকেল শুরু হওয়ার পর প্রথম সিরিজ ১-০ ব্যবধানে জিততে সক্ষম হয়। অন্যদিকে এই সাইকেল চলাকালীন প্রথম সিরিজে পাকিস্তান ২-০ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। তবে এবার দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাটিতে হারিয়ে পয়েন্ট টেবিলে লম্বা ঝাঁপ দিল টিম ইন্ডিয়া। আবার পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্ট হেরে পয়েন্ট টেবিলের অনেক নিচে নেমে গিয়েছে।
কেপটাউনে টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট জেতার পর তারাই এখন এই তালিকায় প্রথম স্থানে রয়েছে। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স হল, চার ম্যাচ খেলে দুই ম্যাচে জয়, একটিতে হার এবং একটি ড্র। মোট পয়েন্ট হলো ২৬। PCT ৫৪.১৬।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে হার হয়েছে। তাদের পয়েন্ট হলো ১২ এবং PCT ৫০। অন্যদিকে নিউজিল্যান্ডও একই পয়েন্ট পেয়ে তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে। তালিকায় অস্ট্রেলিয়া চতুর্থ নম্বরে রয়েছে তবে তাদের পয়েন্ট হল ৪২। তাদের PCT ৫০। তারা সাতটি ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করেছে, দুটি ম্যাচ ছেড়েছে এবং একটি ড্র করতে সক্ষম হয়েছে। এই পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ, ষষ্ঠ স্থানে পাকিস্তান, সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ, অষ্টম স্থানে ইংল্যান্ড এবং নবম স্থানে শ্রীলঙ্কা। তালিকায় শীর্ষে থাকা দুটি দলের মধ্যে হবে চূড়ান্ত খেলা।