আপনি হয়তো অনেকবার অনেক জায়গাতেই লটারি (Lottery) বিজেতার নিয়ে নানান খবর শুনেছেন। প্রথম পুরষ্কার জয়ী ১ কোটি মূল্যের অর্থরাশি বিজেতাকে নিয়ে অনেক খবর হয়। কিন্তু জানেন কি যে, ১ কোটি টাকা লটারিতে জিতলেও হতে আসে কত টাকা?
ভারতে পুরস্কারের অর্থ বা লটারি বাবদ প্রাপ্ত সম্পদ আয়কর আইন ১৯৬১-র অধীনে কর সাপেক্ষ৷সেই ক্ষেত্রে পুরস্কারের অর্থ ও লটারি জেতার উপর করের হার মোট জয়ের ৩০ শতাংশ কেটে নেয় সরকার। এই নিয়ম আবাসিক ও অনাবাসী উভয় বিজয়ীদের জন্য প্রযোজ্য৷
আয়কর আইন অনুসারে এই ধরনের জয়ের ক্ষেত্রে কোনও মৌলিক ছাড়ের সীমা ছাড়াই ৩০ শতাংশ হারে করের স্ল্যাবে আপনাকে আয়কর দিতে হবে। এই ধরনের পুরস্কারের অর্থ প্রদানকারী সাধারণত জয় থেকে উৎস কর (TDS) কেটে নেবে ও আপনাকে কেবল অবশিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেবে।
যে কোম্পানি (Company) বা সংস্থার (Organisation) থেকে লটারির পুরস্কার দেওয়া হয় সেখান থেকেই অর্থপ্রদান করার আগে টিডিএস কাটা হয়। ১০,০০০ এর বেশী অংকের পুরস্কারের জন্য ৩০% TDS এবং অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করে সেই পরিমাণ দাঁড়ায় ৩১.২%। লটারির জিতলে এই কর দেওয়া কিন্তু বাধ্যতামূলক।
আয়কর আইন ১৯৬১-এর ১১৫ BB-এর আওতায় রকার লটারি, ক্রসওয়ার্ড পাজল, ঘোড়দৌড় রেস, তাস খেলা এবং যে কোনো ধরনের বাজি থেকে জেতার উপর কর দিতে হয়। এক্ষেত্রে ৪ শতাংশ সেস ছাড়াও ৩০ শতাংশ আরও কর চাপানো হয়। ফলে মোট করের পরিমাণ বেড়ে মোট কর ৩১.২০ শতাংশ হয়। এই পরিমাণ টাকা কেটে নেওয়ার পরে বাকি টাকা বিজয়ীকে দেওয়া হয়।