রোহিত-কোহলি বাদ! এলো নতুন ক্যাপটেন, দেখে নিন টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন : দেড় মাসের লড়াইয়ের স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)। প্রথম থেকেই এবারের ক্রিকেট বিশ্বকাপের ফেভারিট টিম হিসাবে অংশগ্রহণ করার পর নিজেদের অনবদ্য পারফরম্যান্স দেখালেও ফাইনালে পরাস্ত হতে হয় অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়ার সামনে পরাজিত হওয়ার পরই সব স্বপ্ন ভেঙ্গে যায়। তবে বিশ্বকাপের এই রেশ কাটতে না কাটতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নতুন দল ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)।

সোমবার রাতেই বিসিসিআইয়ের তরফ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন দল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৩ নভেম্বর। খেলা হবে ঘরের মাঠেই। বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া আবার ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামতে চলেছে। অন্যদিকে টিম ইন্ডিয়া যে দল নিয়ে নামছে তাতে অনেক নতুন মুখ দেখা যাবে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে দেখা যাবে সূর্য কুমার যাদবকে। হার্দিক পান্ডিয়ার চোট এখনো না সারার কারণে নতুন অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে সূর্য কুমার যাদবকে। এছাড়াও এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে সহ অধিনায়ক হিসাবে থাকবেন ঋতুরাজ। শেষ দুটি ম্যাচে সহ অধিনায়ক হিসাবে দলে যোগ দেবেন শ্রেয়স আয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজে এবারের ক্রিকেট বিশ্বকাপের টিম ইন্ডিয়া স্কোয়াড থেকে বাদ গিয়েছেন অধিকাংশরাই।

বিসিসিআই নতুন যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে, টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে বিশ্বকাপ স্কোয়াড থেকে থাকছেন কেবলমাত্র সূর্য কুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিসনকে। বিসিসিআই মনে করছে, বিশ্বকাপে এই তিনজন সেই ভাবে সুযোগ না পাওয়ার কারণে তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে নিজেদের পারফরম্যান্স দেখানোর জন্য। বাকিদের আপাতত বিশ্রামে পাঠানো হয়েছে।

২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিসিআই যে দল ঘোষণা করেছে সেই পুরো দল হল অধিনায়ক হিসাবে থাকছেন সূর্যকুমার যাদব, প্রথম তিনটি ম্যাচের সহ অধিনায়ক হিসাবে থাকবেন ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, উইকেট কিপারের ভূমিকায় দেখা যাবে জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার।