চালু হল এনজেপি থেকে গুয়াহাটি বন্দে ভারত, কত টাকা ভাড়া ঠিক করল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের প্রতিনিয়ত সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করছে। সুষ্ঠু পরিষেবা দেওয়ার পাশাপাশি চিন্তা করা হয় যাত্রীদের স্বাচ্ছন্দের কথাও। এই সকল বিষয় মাথায় রেখেই রেলের তরফ থেকে চালু করা হয়েছে দেশীয় প্রযুক্তির বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

ভারত সরকার এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই দেশে ১৮ টি বন্দে ভারত বিভিন্ন রুটে চালু হয়েছে। যে সকল ট্রেনগুলির মধ্যে তিনটি ট্রেন চলাচল করছে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, দ্বিতীয় বন্দে ভারত হাওড়া থেকে পুরী আর তৃতীয় বন্দে ভারত নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি (NJP Guwahati Vande Bharat)। ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে এই ট্রেনের উদ্বোধন হয় এবং তার দুদিন পর থেকে শুরু হয় যাত্রী পরিষেবা।

Advertisements

নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বাদে সপ্তাহে ছয় দিন যাতায়াত করবে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ৪১১ কিলোমিটার রাস্তা সাড়ে পাঁচ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই অতিক্রম করবে দেশের সেমি হাই স্পিড ট্রেনটি। এই রুটটিতে ট্রেনটি সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে দৌড়াবে। যাত্রা পথের ট্রেনটি স্টপেজ দেবে পাঁচটি স্টেশনে। নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটি ছাড়া যে সকল স্টেশনের স্টপেজ দেবে সেগুলি হল নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোঁকড়াঝাড়, নিউ বনগাঁইগাও ও কামাক্ষ্যা।

Advertisements

রেলের তরফ থেকে এই ট্রেনের সময়সূচী হিসাবে যা জানানো হয়েছে তাতে ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে সকাল ৬:১০ মিনিটে এবং গুয়াহাটি পৌঁছাবে সকাল ১১:৪০ মিনিটে। অন্যদিকে ফেরার পথে ট্রেনটি গুয়াহাটি থেকে রওনা দেবে বৈকাল বেলায় ৪:৩০ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি ফিরে আসবে রাত ১০টায়। নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস আশার আলো দেখাচ্ছে উত্তরবঙ্গ এবং গুয়াহাটির বাসিন্দাদের।

ভাড়া কত? নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি সদ্য চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ভাড়া হিসাবে রেল যা ঠিক করেছে তাতে যাত্রীদের চেয়ারকারের জন্য খরচ করতে হবে ১০৭৫ টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য খরচ করতে হবে ২০২৫ টাকা। এই টাকার সঙ্গেই দেওয়া হচ্ছে খাবার। যদি কোন যাত্রী খাবার না নেন তাহলে সে ক্ষেত্রে ভাড়া থেকে তার টাকা বাদ দেওয়া হবে।

Advertisements