নিজস্ব প্রতিবেদন : গত দু’মাস ধরে লাগাতার বঙ্গোপসাগরে একটি সিস্টেম এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার স্থানান্তরিত হওয়ার ফলে বারবার বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে দক্ষিণবঙ্গকে (South Bengal)। এমনকি ফেব্রুয়ারি শুরুতেই পরপর দুবার বৃষ্টির মুখোমুখি বিভিন্ন জেলা। তবে এবার এই বৃষ্টির খাড়া কেটেছে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সরস্বতী পূজোয় কেমন থাকবে আবহাওয়া (Saraswati Puja Weather Update)।
হাওয়া অফিস সূত্রে যা জানা গিয়েছে তাতে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার আকাশ আংশিক মেখে ঢাকা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস।
এই সকল জেলায় বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা পাওয়া যায় মঙ্গলবার সকাল থেকে। কোন কোন জেলায় ছিল ঘন কুয়াশা। অন্যদিকে বুধবারও কুয়াশা থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি সম্ভাবনার পাশাপাশি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বুধবার থেকে নতুন করে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী দেখা যাবে বলে অনুমান করছে হাওয়া অফিস। পশ্চিমের জেলা যেমন বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার ১০ ডিগ্রির কাছাকাছি যেতে পারে, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ফের ১০ ফেব্রুয়ারি থেকে ঊর্ধ্বমুখী হবে। তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় আর তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
অন্যদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো। বাগদেবীর এই আরাধনার দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া তা সম্পর্কে এখন থেকে বলা খুব মুশকিল হলেও পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের মেজাজ থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। কলকাতায় না শীত না গরম পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সরস্বতী পুজোর সময় বৃষ্টির কোন সম্ভাবনা রয়েছে কিনা তা এখনই জানা যায়নি। এক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।