Check which bank will cost less if you take a locker: ব্যাংকের লকার (Bank Locker) পরিষেবার কথা আমরা কম বেশি সবাই জানি। বহু মানুষ এই লকার পরিষেবা গ্রহণ করে থাকে ব্যাংক থেকে। সাধারণত বিভিন্ন দামি জিনিসপত্র, নথিপত্র সুরক্ষিত রাখার জন্যই এই লকার গুলিকে ব্যবহার করে হয়। গয়না, অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বা মূল্যবান কোন সম্পত্তি ইত্যাদি এই লকারে গচ্ছিত রাখেন গ্রাহকরা। লকার পরিষেবা কিন্তু বিনামূল্যে পাওয়া যায় না। প্রতিবছর বেশ মোটা অংকের অর্থ ভাড়া হিসেবে জামা করতে হয় গ্রাহককে। শুধু তাই নয় এমনকি লকার পরিষেবা গ্রহণের আবেদন করার জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ মজুদ রাখতে হয়। যতদিন লকার পরিষেবা চালু থাকবে ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ মজুদ রাখতেই হবে গ্রাহককে।
প্রায় সমস্ত ব্যাংকে লকার (Bank Locker) পরিষেবার ব্যবস্থা থাকে। তবে এই পরিষেবা প্রদানের জন্য নেওয়া ভাড়ার পরিমাণ সব ব্যাংকে সমান নয়। সাধারণত লকারের ভাড়া নির্ভর করে লকারটির আয়তন ও স্থানীয় গ্রাহকদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। তাই ব্যাংকের লকার পরিষেবা গ্রহণ করার আগে জেনে নেওয়া প্রয়োজন কোন ব্যাংক লকারের ভাড়া সবচেয়ে কম এবং কোন ব্যাংকে সবচেয়ে বেশি। আপনিও যদি এই পরিষেবা গ্রহণের কথা ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আজকের প্রতিবেদনে বহুল পরিচিত কয়েকটি ব্যাংকের লকার পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে লকারের (Bank Locker)। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ থেকে ২০ হাজার টাকা। প্রতি বছর হিসেবে এইচডিএফসি ব্যাংকের কোন এলাকার কোন ব্রাঞ্চ থেকে আপনি লকার পরিষেবা গ্রহণ করছেন তার উপর কিছুটা হলেও নির্ভর করে লকারের ভাড়ার পরিমাণ। এছাড়া লকারটির আয়তন এবং কি ধরনের লকার আপনি ব্যবহার করতে চাইছেন তার উপরও নির্ভর করে তার ভাড়ার পরিমাণ। এক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে এই ভাড়ার পরিমান শুরু হয় ১০০০ টাকা থেকে। তার সাথে যুক্ত হয় জিএসটি। সারা দেশ জুড়ে মোট ৩৮০০ টিরও বেশি ব্রাঞ্চে লকার পরিষেবা চালু করেছে এক্সিস ব্যাঙ্ক। এই ব্যাংকের লকারের সর্বোচ্চ ভাড়া হতে পারে ১৪ হাজার ২৫৬ টাকা অবধি।
কানাড়া ব্যাংকের লকারের (Bank Locker) ক্ষেত্রে রেজিস্ট্রেশন করানোর জন্যই জমা করতে হয় ৪০০ টাকা তার সাথে যুক্ত হয় জিএসটি। এই ব্যাংকের লকারে বড়, ছোট, মাঝারি, খুব বড় একাধিক অপশন দেওয়া হয় গ্রাহককে। লকার গুলির ভাড়া ১০০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যেই ধার্য করা হয়ে থাকে। আইসিআইসিআই ব্যাংকের লকারের ক্ষেত্রে কিন্তু ভাড়ার পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে লকারের ভাড়া সর্বনিম্ন ১২০০ টাকা থেকে সর্বোচ্চ ২২ হাজার টাকার মধ্যে ধার্য করা হয়ে থাকে।
ভারতের ৪৯ তম বৃহত্তম ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকের লকারের ভাড়ার পরিমাণ যে অন্যান্য ব্যাংকের মতো হবে না, তা আর আলাদা করে বলে দেবার প্রয়োজন পড়ে না। কিন্তু শুধুমাত্র লকার ভাড়া নয়, এসবিআই থেকে লকার ভাড়া নিতে গেলে ভাড়া ছাড়াও লকার ব্যবহার করা, খোলা, বন্ধ করা, এমনকি পরিদর্শন করার জন্য আলাদা চার্জ নেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে। লকারের ভাড়া বাবদ সর্বনিম্ন ১৫০০ টাকা এবং সর্বোচ্চ ৯০০০ টাকা অব্দি চার্জ নেওয়া হয়ে থাকে। তার সাথে যুক্ত হয় জিএসটি। কিন্তু লকারটি খোলার জন্য আবেদন করার সময় রেজিস্ট্রেশন ফি হিসেবে এসবিআই এর পক্ষ থেকে ৫০০ থেকে ১০০০ টাকা অব্দি নিয়ে থাকে লকার। এর আকার, আয়তন ও পরিষেবার উপনির্ভর করে রেজিস্ট্রেশন ফিটিও।