আপনার স্বাস্থ্য সাথী কার্ড অ্যাক্টিভ আছে তো, জানুন এই পদ্ধতিতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের তরফ থেকে সবার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প ঘোষণা করে। এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটি পরিবারের একজন মহিলার নামে এই স্বাস্থ্য সাথী কার্ড কবে দেওয়া হয় এবং সেই কার্ডে পরিবারের অন্যান্য সদস্যরা এই প্রকল্পের আওতাধীন হন।

Advertisements

এই প্রকল্প অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ডের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সেই মেয়াদ অনেকের ক্ষেত্রেই এবার শেষের। এমত অবস্থায় আপনার স্বাস্থ্য সাথী কার্ডের মেয়াদ আছে না শেষ হয়ে গিয়েছে তা জানা অত্যন্ত জরুরী। যদি মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে সেই কাঠ অবিলম্বে রিনুয়াল করতে হবে।

Advertisements

নিজের স্বাস্থ্য সাথী কার্ড অ্যাক্টিভ আছে কিনা তা জানার জন্য https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। এক্ষেত্রে যদি আপনার URN মনে থাকে তাহলে সরাসরি Card Verification অপশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে যাবে এবং নির্দিষ্ট একটি বক্স দেওয়া হবে URN দেওয়ার জন্য। সেই নির্দিষ্ট জায়গায় URN দিয়ে সাবমিট করে দিলেই জানতে পারবেন আপনার কার্ড অ্যাক্টিভ আছে, না নেই।

Advertisements

এখন যদি কারোর কাছে URN না থাকে তাহলে তাকে সেই URN খোঁজার জন্য ফের https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মেনুর মধ্যে থাকা Find Your Name অপশনে ক্লিক করতে হবে। এরপর যে মোবাইল নম্বর দিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করা হয়েছিল সেই নম্বরটি দিতে হবে নির্দিষ্ট জায়গায়। তারপর অপশন থেকে বেছে নিতে হবে নিজের না অন্য কারোর।

এরপর সাবমিট করে একে একে বেছে নিতে হবে রাজ্য, জেলা, ব্লক, গ্রাম এবং দিতে হবে নিজের আধার নম্বর। সবকিছু দিয়ে সাবমিট করে দেওয়া হলেই আপনার স্বাস্থ্য সাথী কার্ডের URN দিয়ে দেওয়া হবে।

Advertisements