Mukesh and Nita Ambani: আম্বানি পরিবারের লাটাই কার হাতে! মুকেশ নাকি নিতা আসল ডন

Prosun Kanti Das

Published on:

Advertisements

The Chemistry behind Mukesh and Nita Ambani: গৃহিণীদের হোম মিনিস্টার অনেকেই বলে থাকেন কারণ, সংসারের যাবতীয় দায়িত্ব যিনি সামলান সংসারের সমস্ত সিদ্ধান্ত অনেকাংশে তিনিই নিয়ে থাকেন। আর বাড়ির বাকি সদস্যরা তার এই সিদ্ধান্তকে সম্মান করে মেনেও নেয়। আম্বানি পরিবারের ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম দেখা যায় না। সেখানেও আসল ডন কিন্তু মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি (Mukesh and Nita Ambani)। না না এই কথা আমরা বলছি না, বলছেন স্বয়ং মুকেশ আম্বানি।

Advertisements

সম্প্রতি নীতা আম্বানি ও মুকেশ আম্বানির (Mukesh and Nita Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জামনগরে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের মহারথীরা। পপ সঙ্গীত জগতের অন্যতম নামি শিল্পী রিহানা ৫২ কোটি টাকার বিনিময় এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে গেছেন। চমকে এখানেই শেষ নয়, অরিজিত সিং আর শ্রেয়া ঘোষালের যুগলবন্দী দেখা গেছে এই অনুষ্ঠানের মঞ্চে।

Advertisements

বহু নামিদামি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাতে কি? নিজেদের ছোট ছেলের বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানে পারফর্ম করবেন না নিতা আম্বানি ও মুকেশ আম্বানি তা কি কখনো হতে পারে? নিজেদের শত ব্যস্ততার মাঝেও যৌথভাবে এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন নিতা আম্বানি ও মুকেশ আম্বানি (Mukesh and Nita Ambani)।

Advertisements

আরও পড়ুন ? Radhika Merchant: আম্বানীদের হবু বৌমা রাধিকার বাবা মায়ের সম্পত্তি কত! কী পরিচয় তাদের

নীতা আম্বানি এক সময় ধ্রুপদী নৃত্যশিল্পী ছিলেন সে কথা কারোরই অজানা নয়। কিন্তু এই দিন মুকেশ আম্বানিও পিছিয়ে থাকেন নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে উৎসাহের কোনো সীমা নেই।

ভিডিওর শুরুতে দেখা যায় কালো পোশাকে ডন সেজে মুকেশ আম্বানি একটি আরাম কেদারায় বসে রয়েছে। আর আবহ সংগীত হিসেবে বাজছে সেই বিখ্যাত ডায়লগ “ডনকো পাকারনা মুশকিল হি নেহি নামুমকিন হে”, ঠিক তখনই নিতা আম্বানি সেখানে আসেন এবং বলেন এই ডন ধরা পড়ে গেছে, একে আমার চার নাতি-নাতনি কড়ে আঙুলে নাচিয়ে ছাড়বে। চলো না মুকেশ আমাদের অনন্তের সংগীত আজ, আমাদের দেরি হয়ে যাচ্ছে। স্ত্রীর কথা শুনে তৎক্ষণাৎ উঠে পরেন মুকেশ আম্বানি। সানগ্লাস খুলে বলেন “ইয়েস বস”। এরপরই ভেসে আসে একটা কণ্ঠস্বর আমাদের জীবনের ডন ছিল, আছে আর থাকবে। তারপরই দেখা যায় আগের সেই আরাম কেদাড়ায় শিফন শাড়িতে এলিগেন্ট লুকে বসে রয়েছেন নিতা আম্বানি আর পাঁচটা সাধারণ মানুষের মতো আম্বানি পরিবারের ডনও যে বাড়ির গৃহিণী, তা আবারও প্রমাণ করে দিলেন মুকেশ আম্বানি। সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়ার সামনে স্বীকার করে নিলেন তিনিও বউয়ের কথায় ওঠেন আর বসেন।

Advertisements