‘যাত্রীগণ কৃপয়া ধ্যান দে…’, ট্রেনের ঘোষণা আর শোনা যাবে না এই স্টেশনে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে দেশের অধিকাংশ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ট্রেনে চড়ে যাতায়াত করার জন্য প্রতিটি যাত্রীকেই নির্দিষ্ট স্টেশনে যেতে হয় এবং সেখান থেকে গন্তব্যের দিকে রওনা দিতে হয়।

Advertisements

স্টেশনে গিয়ে ট্রেন ধরার সময় প্রতিটি যাত্রীদের কাছেই চেনা ঘোষণা হল ‘যাত্রীগণ কৃপয়া ধ্যান দে…’। অর্থাৎ এইভাবে ঘোষণা করেই জানিয়ে দেওয়া হয় কোন ট্রেনটি কখন কোন প্ল্যাটফর্মে আসছে। কিন্তু ভারতের একটি বড় রেলস্টেশন থেকে এই ঘোষণা চিরতরে তুলে দেওয়া হল। আর ওই স্টেশনটিতে চির পরিচিত এমন ঘোষণা আর শোনা যাবে না।

Advertisements

চিরতরের জন্য লাউডস্পিকারে এমন ঘোষণা বন্ধ করে দেওয়া হলো চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে (Chennai Central Railway Station)। দেড়শ বছরের বেশি পুরাতন এই রেল স্টেশনে এবার এমন বড় সিদ্ধান্ত নেওয়া হল। সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার থেকে তা কার্যকর করা হয়েছে এবং সেদিন থেকেই ট্রেনের সময়সূচী ঘোষণার জন্য লাউডস্পিকার ব্যবহার বন্ধ হয়ে গেছে।

Advertisements

তবে লাউডস্পিকারে ট্রেনের সময়সূচী ঘোষণা বন্ধ করে দেওয়া হলেও যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে রেলের তরফ থেকে। স্টেশনের আনাচে কানাচে লাগানো হয়েছে বড় বড় ডিজিটাল স্ক্রীন। সেখানে বড় বড় করে লিখে জানিয়ে দেওয়া হচ্ছে ট্রেনের সময়সূচী।

ভাষাগত দিক দিয়ে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার ব্যবস্থাও করা হয়েছে এবং দৃষ্টিহীনদের যাতে অসুবিধা না হয় তারও বন্দোবস্ত করা হয়েছে। দৃষ্টিহীনদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য স্টেশনে ঢোকার মুখেই থাকছে ব্রেইল লেটারের নেভিগেশন ম্যাপ। এ ছাড়াও প্রতিটি ক্ষেত্রে থাকছে QR Code-এর ব্যবস্থাও। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দৃষ্টিহীন যাত্রীরা অনায়াসেই ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে পারবেন।

Advertisements