12 পাশ করলেই মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, শুধু করতে হবে এই কাজ

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) রাজ্যের বাসিন্দাদের জন্য একের পর এক জনদরদী প্রকল্প চালু করেছেন। জনদরদী সেই সকল প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প সুপার-ডুপার হিট। এই সকল প্রকল্পের মধ্যে আবার বেশ কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে মাসে মাসে নগদ দেওয়া হয়। যেমন লক্ষ্মীর ভাণ্ডার। ঠিক সেই রকমই আরও একটি প্রকল্প চালু করল আরেক রাজ্য সরকার, যাতেও মাসে মাসে পাওয়া যায় ২৫০০ টাকা।

মাসে মাসে ২৫০০ টাকা দেওয়ার যে প্রকল্প চালু করা হয়েছে তা মূলত বেকারদের জন্য। বেকার ভাতা দেওয়ার এই ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী ফলাও করে পোস্ট করতে দেখা গিয়েছে টুইটারে। যেখানে তিনি লিখেছেন, তরুণ সমাজের সাথে রয়েছে রাজ্য সরকার। নতুন এই প্রকল্পে রেজিস্ট্রেশন করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এমন প্রকল্প চালু হয়েছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা এই টাকা পাওয়ার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে ছত্তিশগড় রাজ্য সরকার সূত্রে। তবে শুধু টাকা নয়, এর পাশাপাশি বেকারত্ব দূর করার জন্য উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। করে দেওয়া হবে কর্মস্থানের সুযোগও। এই ভাতা পাওয়ার জন্য প্রথম শর্ত হিসাবে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট সুখবর দিল রাজ্য, এবার উপকৃত হবেন আরও বেশি মহিলারা

এই প্রকল্পে যারা অংশগ্রহণ করে সরকারের তরফ থেকে দেওয়া বেকার ভাতা নিতে চান তাদের আবেদন করতে হবে https://berojgaribhatta.cg.nic.in/ ওয়েবসাইটে। যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন করা প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে। যাদের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম তারা এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন।

ছত্তিশগড় সরকারের এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনকারীদের রেশন কার্ড অথবা আধার কার্ড, সচিত্র পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর সহ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে।