State Government Scheme: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষের কল্যাণের কথা চিন্তা করে একাধিক প্রকল্প চালু করেছে। তাদের প্রত্যেকটি প্রকল্প যথেষ্ট প্রশংসা পেয়েছে সর্বস্তর থেকে। এর মধ্যে এমন বহু প্রকল্প রয়েছে যা রাজ্যবাসীকে ভাতা প্রদানে সহায়তা করে। এরমধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারন মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি বা উপজাতির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন। আজকের প্রতিবেদনে এমনই একটি প্রকল্পের সম্পর্কে আলোচনা করে নেব।
রাজ্যবাসী যাতে এই প্রকল্পের (State Government Scheme) আওতায় আসতে পারে তার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকে রাজ্য সরকার। এই ক্যাম্পের মাধ্যমে বহু মানুষ একাধিক প্রকল্পের আওতায় আসতে পারে। সবার পক্ষে অফিসে গিয়ে এইসব প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। তাদের জন্যই রাজ্য সরকারের এই অভিনব প্রচেষ্টা। এলাকার ধারেই এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে।
জনসাধারণ যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের (State Government Scheme) পরিষেবা পেতে পারে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়। এইসব গুরুত্বপূর্ণ কাজের জন্য আর কোন অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না সাধারণ মানুষকে। সেই কারণেই বছরের নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হয় জনসাধারণের জন্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে করলেন এক দুর্দান্ত ঘোষণা। রাজ্য সরকারের এমনই একটি গুরুত্বপূর্ণ স্কিমে (State Government Scheme) আগের থেকে টাকা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার এই সুখবর রাজ্যবাসীকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee) জেনে নিন আজকের প্রতিবেদনের মাধ্যমে।
আরও পড়ুন:Bangla Awas Yojana: বাংলার আবাস যোজনা নিয়ে কড়া নবান্ন, খোলা হলো আলাদা পোর্টাল
সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করেন। জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য একাধিক পরিষেবা এবং প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক চমৎকার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে এক সপ্তাহ ব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন যে, ‘আদিবাসী উন্নয়ন খাতে যে অর্থ বরাদ্দ করা ছিল তা অনেকটাই বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে, ‘জয় জোহর প্রকল্পে’ পেনশন পান যেসব গ্রাহকরা তাদের প্রাপ্ত অর্থের পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০ টাকা করা হবে (State Government Scheme)। পাশাপাশি জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য ৩১০টি নতুন হস্টেল তৈরি করা হবে।