মাসে মাসে লাখ লাখ টাকা! কোন মুখ্যমন্ত্রী কত বেতন পান

Antara Nag

Published on:

প্রত্যেক কর্মচারীরা মাসের শেষে যেমন বেতন পান তেমন প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও মাসের শেষে বেতন পান। তবে সেই বেতন স্কেল রাজ্যের পার্থক্য অনুযায়ী হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা গিয়েছে, এইসব মুখ্যমন্ত্রীদের মাসিক বেতন প্রায় লাখ টাকার মতো। ২৮ টি রাজ্যের প্রত্যেক মুখ্যমন্ত্রী এই বেতন পান। তবে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন সমান নয়।

রাজ্যের সর্বাধিক বেতন

সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, ভারতের ২৮ টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি বেতন পান তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মাসিক বেতন প্রায় ৪ লক্ষ ১০ হাজার টাকা। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ৩ লক্ষ ৯০ হাজার। ৩ লক্ষ ৬৫ হাজার টাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন। চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ৩ লক্ষ ৬৪ হাজার। অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ৩ লক্ষ ৩৫ হাজার। রিপোর্ট বলছে ভারতের প্রায় সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ৩ লাখের উপরে।

রাজ্যের সর্বনিম্ন বেতন

২ লাখের কম মাসিক বেতন আছে কেরালা, উড়িষ্যা, রাজস্থান, উত্তরাখন্ড এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। মুখ্যমন্ত্রীদের রিপোর্ট অনুসারে, সবথেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন কম। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এছাড়া অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন প্রায় ১ লাখ ১০-২০ হাজারের মধ্যে।

বেতন গ্রহণ না করা রাজ্য

তবে একটা আশ্চর্যজনক ব্যাপার এই যে, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ২ লাখ দশ হাজার। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সেই মাসিক বেতন কোনদিনই গ্রহণ করেননি। শুধু মাসিক বেতন নয়, তিনি প্রাক্তন সাংসদের পেনশনও নেন না বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রায় ১২ বছর তিনি কোনো পেনশন বা মাসিক বেতন গ্রহণ করেননি।