নিজস্ব প্রতিবেদন : Aadhaar দিনের পর দিন ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়াচ্ছে। প্রাপ্ত বয়স্ক নাগরিকদের কাছে Aadhaar যেমন গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে শিশুদের কাছেও। নানান ধরনের সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেকোনো ভারতীয় শিশুর Aadhaar থাকাটা গুরুত্বপূর্ণ।
তবে শিশুদের Aadhaar থাকলেও তা দুবার আপডেট করানো আবশ্যিক বলে জানানো হয়েছে UIDAI এর তরফ থেকে। শিশু জন্মানোর পর Aadhaar তৈরি হলে পরবর্তী ক্ষেত্রে ৫ পাঁচ বছর বয়সে এবং ১৫ বছর বয়সে আধারের বায়োমেট্রিক আপডেট করিয়ে নেওয়া আবশ্যিক। আর এই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে।
UIDAI এর তরফ থেকে জানানো হয়েছে, শিশুদের Aadhaar-এ পাঁচ বছর বয়সে একবার এবং ১৫ বছর বয়সে দ্বিতীয় বার বায়োমেট্রিক আপডেট করতে হবে। আর এর জন্য কোনরকম মূল্য অথবা ডকুমেন্ট দিতে হবে না। কেবলমাত্র শিশুকে নিকটবর্তী Aadhaar কেন্দ্রের নিয়ে গেলে বিনামূল্যে এই বায়োমেট্রিক আপডেট করিয়ে দেওয়া হবে।
#AadhaarUpdateChecklist
Remember to take your child to nearby Aadhaar Kendra for the mandatory biometric update at age 5 years and again at age 15 years. This is important to keep your child's data updated and makes it easy for the child to use Aadhaar when required. 1/2 pic.twitter.com/3ame63rmEq— Aadhaar (@UIDAI) September 9, 2020
আর এই বায়োমেট্রিক আপডেট করানোর জন্য জানানো হয়েছে শিশুর অভিভাবককে শিশুর Aadhaar কার্ড অথবা Aadhaar নম্বর নিয়ে যেতে হবে।