পাঁচের নিচের শিশুদের আধারে এই তথ্যের প্রয়োজন নেই, ঘোষণা আধার কর্তৃপক্ষের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড আবশ্যিক। এই আধার কার্ড না থাকলে নাগরিকরা রান্নার গ্যাসে সাবসিডি, বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে রেশন পাওয়া ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।

Advertisements

যে কারণে বর্তমানে দেশের প্রতিটি নাগরিক তাদের আধার কার্ড তৈরি করার পিছনে দৌঁড়াচ্ছেন। প্রাপ্ত বয়স্কদের যেমন আধার কার্ড রয়েছে ঠিক তেমনই একেবারে খুদে শিশুদের জন্যও আধার কার্ড রয়েছে। আর এই শিশুদের জন্য আধার কার্ডে নিয়মে শিথিলতা এনে নতুন নিয়ম চালু করলো আধার কর্তৃপক্ষ।

Advertisements

আধার কর্তৃপক্ষের তরফ থেকে সম্প্রতি টুইট করে জানানো হয়েছে, পাঁচ বছরের নিচের শিশুদের জন্য নীল রংয়ের আধার কার্ড দেওয়া হবে। এই আধার কার্ডে শিশুদের বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের ছাপ অথবা চোখের স্ক্যান প্রয়োজন নেই। তবে শিশুদের এই আধার কার্ড শিশুদের বয়স পাঁচ বছর হয়ে যাওয়ার পর আপডেট করিয়ে নিতে হবে। সেই সময় শিশুর বায়োমেট্রিক, চোখের স্ক্যান এবং ছবি আপডেট করাতে হবে।

Advertisements

আধার কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড তৈরি করতে যাওয়া হলে শিশুদের কেবলমাত্র ছবি তোলা হবে। বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের ছাপ অথবা চোখের স্ক্যান করা হবে না। তবে ওই শিশুর বয়স যখন পাঁচ বছর পার হয়ে যাবে তখন তার আধার কার্ডে অবশ্যই এই সকল জিনিসগুলি আপডেট করে নিতে হবে।

পাশাপাশি এই শিশুদের আধার কার্ড করানোর সময় তার অভিভাবক অথবা তার বাবা-মায়ের প্রমাণীকরণ দিতে হবে। আধার কার্ডের জন্য যে ফর্ম ফিলাপ করা হবে সেখানেই অভিভাবক অথবা বাবা-মায়ের স্বাক্ষর লাগবে। শিশুদের আধার কার্ড করার জন্য তার জন্ম সার্টিফিকেট অথবা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কাগজ এবং অভিভাবক বা বাবা মায়ের কারোর একজনের আধার নম্বর প্রয়োজন হবে।

Advertisements