China wakes up after seeing Padma Bhushan Award 2024 list: সম্প্রতি বেশ কয়েকজন নামিদামি ব্যক্তিকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করলো ভারত সরকার। তার মধ্যে সামনে এসে মাত্র চারজনের নামই। কেন্দ্রীয় সরকার ব্যবসার দিক থেকে এ বছর কয়েকজন ব্যবসায়ীকে পদ্মভূষণ সম্মান (Padma Bhushan Award 2024) প্রদান করেছেন। নিশ্চয়ই জানতে কৌতূহল হচ্ছে সেই নামগুলো সম্পর্কে। আজকের প্রতিবেদনে সেটাই আলোচ্য বিষয়। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে মোট তিনজন হল ভারতীয় ব্যবসায়ী এবং অন্য আরেকজন বিদেশি। বিদেশি এই ব্যবসায়ীর নাম হলো ইয়ং লিউ। তবে এই খবরে আশা করা যায় অখুশি হবে চিন। কারণ কোন এক সময় ইয়ং লিউ নিজের ব্যবসা চীন থেকে গুটিয়ে ভারতে নিয়ে এসেছিলেন।
আসুন এক নজরে আমরা দেখে নিই কে এই ইয়ং লিউ। ২০২৪ সালে ব্যবসায়িক দিক থেকে পাওয়া পদ্মভূষণ সম্মানে তার নাম কিন্তু হিটলিস্টে রয়েছে (Padma Bhushan Award 2024)। তিনি আসলে তাইওয়ানের মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফক্সকনের চেয়ারম্যান। তিনি ফক্সকনের উৎপাদন কারখানা সরিয়ে এনেছিলেন চিন থেকে ভারতে। অনেকেই হয়তো জানে না যে, ফক্সকন অ্যাপলের জন্য পণ্য উৎপাদন করে। সেই কারণে ভারতবাসীর জন্য কিন্তু একটি সুখবর রয়েছে তা হলো, অ্যাপলের আইফোন থেকে শুরু করে আইপ্যাড এখন সবই তৈরি হচ্ছে ভারতে। চিনকে বোকা বানানোর জন্য ভারত সরকারের এই সিদ্ধান্ত পুরোপুরি যথাযথ। কেন্দ্র সরকার লিউকে পদ্মভূষণ দেওয়ায় চিনের পক্ষে বিষয়টি সত্যিই অস্বস্তিকর হয়ে উঠেছে।
পদ্মভূষণ পুরস্কার (Padma Bhushan Award 2024) সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি কিন্তু এই পুরস্কারটি কেন দেওয়া হয় সেটা কি আপনাদের জানা আছে? মোট তিনটি বিভাগে পদ্মভূষণ পুরষ্কার দেওয়া হয়। একটি হল, বিশিষ্ট সেবার জন্য পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়। যার অর্থ হল পদ্মভূষক প্রাপক ব্যক্তি কোনও নির্দিষ্ট দিক থেকে একটি জনপ্রিয় নাম এবং তিনি সেই বিষয় দেশের জন্য নিজেকে নিয়োজিত করেছেন। ইয়ং লিউ ছাড়া এই তালিকায় বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম আছে তা হল কর্ণাটকের সীতারাম জিন্দাল, মহারাষ্ট্রের কল্পনা মোরপারিয়া, কর্ণাটকের শশী সোনি। চলতি বছরের এপ্রিল কিংবা মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অনুষ্ঠানে এই ব্যবসায়ীদের সম্মান জানাবেন।
আরও পড়ুন ? Padma Award 2024 Takdira Begum: শুধু রতন কাহার নয়, বীরভূম থেকে আরও এক পদ্মশ্রী তাকদিরা বেগম
মহারাষ্ট্রের কল্পনা মোরপারিয়া হলেন গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক জেপি মরগান অ্যান্ড কোম্পানির ভারতীয় ইউনিটের সিইও এবং নিজেও তিনি ব্যাঙ্কার। পাশাপাশি আরো একজন ব্যক্তি পদ্মশ্রী পেয়েছেন যিনি হলেন শশী সোনি, তিনি IZMO লিমিটেডের চেয়ারপারসন।শশী সোনির কোম্পানি হাই-টেক অটোমোটিভ এবং ই-রিটেইলিং এর জন্য সলিউশন দেয়। ওনার ব্যবসা উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়াতেও ছড়িয়ে আছে।
জিন্দাল অ্যালুমিনিয়াম লিমিটেডের চেয়ারম্যান এবং এমডির নাম স্থান পেয়েছে এই তালিকাতে। ব্যবসায়ী ছাড়া তিনি একজন সমাজসেবী ও বটে। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে বেশ কয়েকটি দাতব্য সংস্থা পরিচালনা করেন। গোটা ভারতে জিন্দাল গ্রুপ মোট ১৬ টি দাতব্য ট্রাস্ট এবং সমিতি গঠন করেছে, সমাজের উন্নতির ক্ষেত্রে যা একটি দৃষ্টান্ত কায়েম করেছে। এছাড়াও পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে কিরণ নাদারের। যিনি এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদারের স্ত্রী।