Shein: সীমান্ত নিয়ে ভারত ও চিনের সম্পর্ক ভালো না হওয়ার কারণে নিষিদ্ধ করা হয়েছিল বিভিন্ন চিনা সংস্থাগুলোকে। একাধিক চিনা সংস্থাগুলি ভারতে ব্যবসা করতে পারছিল না। কিন্তু আবারো প্রায় সাড়ে চার বছর বাদে ভারতে ফিরতে চলেছে একটি চিনা ফ্যাশন ব্র্যান্ড। তারা আবারও ভারতে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের (Reliance Industries) সহায়তায় ওই চিনা সংস্থাটি ভারতে পুনরায় তাদের আধিপদ্য বিস্তার করতে সক্ষম হচ্ছে।
কিভাবে দেশের মানুষ আবারও কিনবে ওই চিনা সংস্থার জিনিস? জামাকাপড় থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসারিজের ব্যবসাতে ভারতে নিজের জনপ্রিয়তা কায়েম করেছে রিলায়েন্সের অনলাইন প্ল্যাটফর্ম Ajio। যেসব গ্রাহকেরা এই চাইনিজ ফ্যাশন ব্র্যান্ড Shien-এর জামাকাপড় এবং অ্যাক্সেসারিজ কিনতে চান তারা Ajio এর মাধ্যমে তা কিনতে পারবেন। টেস্টিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই সংস্থার (Shein) জিনিস কবে পাওয়া যাবে এই দেশে সে বিষয়ে এখন অব্দি স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। রিলায়েন্সের (Reliance Industries) ফ্যাশন এবং লাইফস্টাইল প্ল্যাটফর্ম Ajio-তে Shein-এর ওয়েস্টার্নওয়্যার পোশাক টেস্টিং করা হচ্ছে এবং তালিকাভুক্ত করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো গ্রাহকেরা পেয়ে যাবেন এই প্ল্যাটফর্ম থেকে Shein-এর জামাকাপড়।
চিনা এই সংস্থা (Shein) ভারতে নিজেদের পোশাক সস্তায় বিক্রি করতে বর্তমানে সাহায্য নেবে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্সের। পোশাক বিক্রির ক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এই সংস্থা। Shien-এর পণ্যগুলি রিলায়েন্সের (Reliance Industries) অ্যাপ এবং অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে। ভারতের ফ্যাশন মার্কেটে এর প্রভাব পড়বে যথেষ্টভাবে। সস্তা পোশাকের জন্য বিখ্যাত এই চিনা ব্র্যান্ড, যা ইতিমধ্যেই চিনতে বাড়িয়ে দিচ্ছে অন্যান্য কোম্পানিগুলোর। Shien-কে রিলায়েন্সের থেকে হোস্ট করা হবে। অর্থাৎ, ভারতের ইনফ্রাস্ট্রাকচারে হোস্ট করা হবে এবং প্ল্যাটফর্মের সমস্ত ডেটা ভারতে থাকবে। যেখানে Shien-এর কোনও অ্যাক্সেস বা অধিকার থাকবে না।
আরও পড়ুন:Elon Musk: কেন এই সিদ্ধান্ত নিলেন ইলন মাস্ক, উইকিপিডিয়া কিনে নেবার পিছনে আসল উদ্দেশ্য কি
২০৩১ সাল নাগাদ, ভারতের ফ্যাশন মার্কেটের মূল্য হতে চলেছে প্রায় ৫০ বিলিয়ন ডলারের বেশি। এই পরিস্থিতিতে ভারতে Shein-এর প্রত্যাবর্তন কড়া প্রতিযোগিতায় ফেলে দেবে Myntra থেকে শুরু করে টাটা গ্রুপের Zudio-র মতো ফ্যাশন সংস্থাগুলিকে। চিনা ফ্যাশন ব্র্যান্ড Shien বিশ্বের বৃহত্তম ফ্যাশন সংস্থাগুলির মধ্যে অন্যতম এবং ১৫০ টিরও বেশি দেশে এর গ্রাহক রয়েছে। গত বছর Shien-এর মুনাফা ছিল ২ বিলিয়ন ডলারের বেশি। এমনকি এই সংস্থা ১ বছরে প্রায় ৪৫ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে।
ভারত সরকার ২০২০ সালে চিনা এই সংস্থাকে (Shein) নিষিদ্ধ করেছিল তথ্য ফাঁস এবং নিরাপত্তার কারণে। এই অ্যাপগুলোকে নিষিদ্ধ করার প্রধান কারণ ছিল, নিরাপত্তার কারণ এবং তথ্য সংগ্রহ এবং চিনা সামরিক বাহিনীর সম্ভাব্য গুপ্তচরবৃত্তির মতো ঝুঁকি। যেখানে Shein-ও অন্তর্ভুক্ত ছিল। চিনা এই সংস্থায় সস্তা দামে ফাস্ট ফ্যাশনের পোশাক বিক্রি হয়। সংস্থাটির প্রথম স্টোরটি ২০০৮ সালে চিনের নানজিংয়ে খোলা হয়েছিল। প্রথমে এটি শুরু হয়েছিল একটি শিপিং কোম্পানি হিসেবে, তবে পরবর্তীকালে এটি পোশাক তৈরি কোম্পানিতে পরিবর্তিত হয়। এই চিনা কোম্পানিকে একাধিক অসুবিধের সম্মুখীন হতে হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সংস্থার বিরুদ্ধে তথ্য চুরির গুরুতর অভিযোগও ছিল।