Chittaranjan Locomotive Works Recruitment: রেল ইঞ্জিন তৈরির কারখানায় চাকরি, মোটা বেতন দেবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Chittaranjan Locomotive Works Recruitment is going on for a good salary: চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। কেন্দ্রের রেলের তরফে চাকরির সুযোগ। চাকরি দিচ্ছে রেল মন্ত্রক অধীনস্ত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (Chittaranjan Locomotive Works Recruitment 2024)। মূলত রেলওয়ের হাসপাতালের জন্য নিয়োগ করছে এই সংস্থা। চুক্তির মাধ্যমে হবে নিয়োগ পদ্ধতি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। কিভাবে আবেদন করতে হবে? যোগ্যতা কি লাগবে? শেষ কবে আবেদন করা যাবে? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisements
পদের নাম

স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে।

Advertisements
বয়স সীমা

স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৬৪ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়পত্র দেওয়া হবে।

Advertisements
শিক্ষাগত যোগ্যতা

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে (Chittaranjan Locomotive Works Recruitment) স্পেশালিস্ট পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর যোগ্যতা লাগবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর। পাশাপাশি সাইক্রিয়াটিস্ট, ফিজিশিয়ান, অর্থোপেডিক্স, অ্যানাস্থেশিয়োলজিস্ট এবং সার্জেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের।

অপরদিকে সুপার স্পেশালিস্ট পদের ক্ষেত্রে ডক্টরেট অফ মেডিসিন (DM) অথবা মাস্টার অফ চিরুগুয়ে (MCH)-এ পোস্ট ডক্টরাল করা থাকলে তবেই এই পদে আবেদন করা যাবে।

মাসিক বেতন

উপরে উল্লেখিত কর্মে নিযুক্ত প্রার্থীদের অর্থাৎ স্পেশালিস্ট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭৮,০০০ টাকা। অপরদিকে সুপার স্পেশালিস্ট পদে মাসিক বেতন মিলবে ৯৬,০০০ টাকা।

আবেদন পদ্ধতি

কোনো অনলাইন নয়, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে আবেদন করতে হলে আবেদনকারীকে অফলাইনে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পেশাগত অভিজ্ঞতার সার্টিফিকেট, জীবনপঞ্জি ও অন্যান্য নথিপত্র নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হবে।

আরও পড়ুন ? Chittaranjan Locomotive Works Dankuni: চিত্তরঞ্জন লোকোমোটিভ মানেই রেকর্ড! এবার ইঞ্জিন তৈরিতে নজির ডানকুনি শাখায়

নিয়োগ পদ্ধতি

উপরে উল্লেখিত পদে চুক্তির মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রথমে ১ বছরের জন্য নিযুক্ত করা হবে। পরবর্তীতে কাজের অভিজ্ঞতার নিরিখে কর্মের মেয়াদ বাড়ানো হবে।

আবেদনের শেষ তারিখ

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে (Chittaranjan Locomotive Works Recruitment) স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট পদে আবেদন করার শেষ তারিখ হল ৩০শে এপ্রিল ২০২৪, মঙ্গলবার।

এছাড়াও এই চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অনুসরণ করুন অফিশিয়াল ওয়েবসাইট।

Advertisements