Choose this nearby Tourist Destination for a single-day trip: সকাল সন্ধ্যা অফিসের কাজের চাপ, শহরের কোলাহল, ব্যস্ত জীবন যাপনে ক্লান্ত? তাহলে একটু নিরিবিলিতে ছুটি কাটিয়ে আসা প্রয়োজন। কিন্তু কাজের চাপে ঘুরতে যাবার জন্য সময় বের করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে? তাহলে একবেলার জন্য হলেও এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। নানা কাজে ব্যস্ত থাকার পর বিকেলটা একটু শান্তিতে পরিবারের সাথে নিরিবিলিতে কাটিয়ে আসতে পারবেন। আপনার বাড়ির কাছেই রয়েছে এমন একটি মনোরম জায়গা (Tourist Destination)।
বিকেলের দিকে বাড়ির ধারে কাছেই কোন জায়গা থেকে ঘুরে আসতে পারলে মন্দ হয় না। হালকা আমেজে, ক্লান্তি ভুলতে প্রিয়জনদের সাথে নিয়ে পৌঁছে যেতে পারেন এই টুরিস্ট ডেস্টিনেশনে (Tourist Destination)। দিনের ব্যস্ততা মিটিয়েও, বিকেল দিকে পৌঁছে যেতে পারেন এই জায়গাটিতে। সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে, তুলতে পারবেন বেশ কিছু ছবি।
কলকাতা থেকে একটু দূরে মেদিনীপুরের উপকণ্ঠে রয়েছে এই টুরিস্ট ডেস্টিনেশন (Tourist Destination)। একদিনের জন্য ছুটি কাটাতে চাইলে এই জায়গাটি বেছে নিতে পারেন আপনারা। মেদিনীপুর শহরের প্রধান নদী কংসাবতী। মূলত খড়গপুর আর মেদিনীপুরকে আলাদা করেছে এই কংসাবতী বা কাঁশাই নদী। এই নদীর উপরে একটি জলাধার তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। এই জলাধারের নাম অ্যানিকেট ড্যাম। এই ড্যামটিই পর্যটকদের মূল আকর্ষণ। এই ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকেও।
মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অ্যানিকেট ড্যামের (Anicut Dam) মনোরম পরিবেশ পর্যটকদের আকর্ষণের মূল কারণ। শান্তভাবে বয়ে চলেছে কাঁসাই নদী, হালকা আমেজ মৃদুমন্দ বাতাস বইছে চারিদিকে, সাথে রয়েছে জলের কুলুকুলু শব্দ। যেন ঝরনার মতো এপার থেকে ওপার বয়ে চলেছে নদী। সমস্ত ক্লান্তি ভুলে শান্ত স্নিগ্ধ আমেজ পেতে পারেন এই জায়গায় এসে। শহরের কোলাহল থেকে দূরে, একদিনের জন্য নিরিবিলিতে কিছু সময় কাটাতে এই জায়গাটি খুবই উপযোগী। পর্যটকদের ভ্রমণ তালিকায় এই জায়গাটির নাম থাকবেই।
কলকাতা থেকে বাস বা ট্রেন যে কোন পথে পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে ট্রেনে আসতে চাইলে মেদিনীপুর কিংবা খড়গপুর স্টেশনে নেমে অটো কিংবা টোটো ধরলেই পৌঁছে যাবেন এই এলাকায়। আর বাসে আসতে চাইলে মেদিনীপুর আমতলায় নেমে সামান্য হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন কংসাবতী নদীর ধারে অবস্থিত অ্যানিকেট ড্যামে। প্রকৃতির কোলে কিছুটা সময় নিজেকে উজাড় করে দিতে চাইলে, এই জায়গাটিতে অবশ্যই আসবেন। আপনি যদি এখনো এই টুরিস্ট স্পটে না এসে থাকেন, তাহলে আর দেরি না করে চটপট ঘুরে আসুন অ্যানিকেট ড্যাম থেকে।