রেশন দোকানেই মিলবে রান্নার গ্যাস, কেন্দ্রের নয়া পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ বাড়িতে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস(Cooking Gas)। কাঠ কয়লার পরিবর্তে রান্নার গ্যাস (LPG) দিয়ে রান্না করায় যেমন পরিবেশ দূষণ রোধ হয় ঠিক তেমনই শারীরিক কষ্ট দূর হয়। এমত অবস্থায় দিন দিন চাহিদা বাড়ছে বিভিন্ন ধরনের ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের।

তবে এই সকল রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের প্রথমে বুক করতে হয় এবং সেই বুক করার পরিপ্রেক্ষিতে পরে গ্রাহকদের বাড়িতে এসে পৌঁছায় রান্নার গ্যাস সিলিন্ডার। আপাতকালীন পরিস্থিতি রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে এই নিয়মের দরুন অনেকেই সমস্যায় পড়েন। তবে এবার এই সমস্যা খুব দ্রুত দূর হতে পারে।

ছোট রান্নার গ্যাস সিলিন্ডার যে সকল গ্রাহকরা ব্যবহার করে থাকেন তারা এবার যেকোনো সময় খুচরো হিসাবে এই সকল গ্যাস সিলিন্ডার পেতে পারেন রেশন দোকান (Ration Shop) থেকে। এই সকল দোকান থেকে ছোট রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি করা এবং আর্থিক পরিষেবা দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করছে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, সরকারি রেশন দোকানগুলিকে আরও বেশি ব্যবহার করার জন্য ফুড সেক্রেটারি শুধাংশু পাণ্ডে বিভিন্ন রাজ্যের সরকারি আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি একটি বৈঠক করেন। সেই বৈঠকেই এমন একাধিক প্রস্তাব উঠে আসে। প্রস্তাবগুলি রাখা হয়েছে মূলত কেন্দ্রীয় সেক্রেটারি শুধাংশু পান্ডের তরফ থেকে।

এর পাশাপাশি জানা যাচ্ছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, ফাইন্যান্স এবং পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রালয়ের আধিকারীকরাও। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পাশাপাশি সিএসসি ই গভর্নেন্স সার্ভিসেজ ইন্ডিয়া লিমিটেডের আধিকারীকরাও। এমনকি রেশন দোকানে ছোট গ্যাস সিলিন্ডার বিক্রির প্রস্তাবের প্রশংসা শোনা যায় অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে।